Advertisement
Advertisement
Rii Sen

বাংলাদেশে বকেয়া ২ লক্ষ পারিশ্রমিক! অভিনেত্রী ঋ বলছেন, ‘ভবিষ্যতে ডলারে নেব’

বাংলাদেশে কাজ করে বিপাকে অভিনেত্রী ঋ।

Rii Sen on her horrible experience of working in Bangladesh
Published by: Sandipta Bhanja
  • Posted:March 29, 2024 3:09 pm
  • Updated:March 29, 2024 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বাংলাদেশে একটি সিনেমার কাজ করতে গিয়েছিলেন ঋ। শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ হলেও বকেয়া পারিশ্রমিক নিয়ে যত ঝামেলা। দেশে ফিরলেও পাননি সেই টাকা। প্রায় দেড় মাস অপেক্ষা করার পর শেষমেশ অভিনেত্রীর ধৈর্যচ্যুতি ঘটে। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় প্রযোজকের প্রতি হেনস্তার অভিযোগ এনে ক্ষোভ উগড়ে দেন ঋ (Rituparna Sen)।

বাংলাদেশে আটকে অভিনেত্রীর ৩ লক্ষ টাকা। বারবার প্রযোজনা সংস্থা এবং নির্মাতাদের ফোন করেও সুরাহা হয়নি। উদ্ধার হয়নি বকেয়া পারিশ্রমিক। ঋ জানিয়েছেন, গত দেড় মাস ধরে ক্রমাগত পরিচালককে ফোন করলেও অপর প্রান্ত থেকে ফোন তোলা হয়নি। এমতাবস্থায় ঋ-এর চিন্তা, টাকাটা আদৌ পাবেন তো? এদিন যখন প্রযোজনা সংস্থার লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অভিনেত্রী, তখন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেই দাবি করেছেন তিনি। তারপরই সোশাল মিডিয়ায় লিখতে বাধ্য হন ঋ।

Advertisement

[আরও পড়ুন: ২৫০ কোটির মালকিন রণবীর-আলিয়ার মেয়ে রাহা! কীভাবে জানেন?]

অভিনেত্রীর কথায়, “টাকা পাঠানো নিয়ে কেন সমস্যা, বুঝতে পারছি না। প্রথমবার বাংলাদেশে কাজ করলাম। ওখানে সকলেই খুব অতিথিপরায়ণ। খুব ভালো আপ্যায়ণ পেয়েছি। আমার জুতো-ব্যাগ বয়ে দেওয়ার লোক অবধি ছিল। কিন্তু পেমেন্টের ক্ষেত্রে কেন এমন হল, বুঝলাম না।” ফেসবুকে ঋ-এর সাহায্যের আর্জিতে সাড়া দিয়েছেন তাঁর বাংলাদেশের বন্ধুরা। সোশাল মিডিয়ায় শোরগোলের পরই প্রযোজনা সংস্থা নড়েচড়ে বসে। অভিনেত্রীকে তাঁরা কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব, বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। ঋ সেই টাকা পাওয়ার অপেক্ষাতেই রয়েছেন এখন। যদিও প্রযোজনা সংস্থার তরফে আশ্বাস দেওয়ার পর সশাল মিডিয়ার সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী। 

[আরও পড়ুন: কঙ্গনার অনুপ্রেরণাতেই রাজনীতিতে কৃতী স্যানন? ভোটের মুখে বড় কথা অভিনেত্রীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement