সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পাচ্ছে দিল্লির কৃষক আন্দোলন (Farmers Protest)। এবার বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় মার্কিন পপ-তারকা রিহানা (Rihanna)। আর এতেই রুষ্ট বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। টুইটারে রিহানাকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।মঙ্গলবার রাতে কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করেন রিহানা। ক্যাপশনে প্রশ্ন তোলেন, “কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?” সেই টুইট শেয়ার করেই কঙ্গনা লেখেন, “কেউ এই বিষয় নিয়ে কথা বলছেন না কারণ এরা কৃষক নয়, সন্ত্রাসবাদী। যারা দেশকে ভাগ করতে চাইছে। যাতে চিন সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ দখল করে নিতে পারে। আর সেখানে চিনা উপনিবেশ তৈরি করতে পারে। ঠিক যেমন আমেরিকার ক্ষেত্রে হয়েছিল… তাই চুপ করে থাকো, আমরা তোমাদের মতো নির্বোধ নই যে নিজেদের দেশকে বেচে দেব।”
No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA…
Sit down you fool, we are not selling our nation like you dummies. https://t.co/OIAD5Pa61a— Kangana Ranaut (@KanganaTeam) February 2, 2021
টুইটারে কঙ্গনার এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন অনেকে। কেউ তাঁকে ভক্ত বলে কটাক্ষ করেছেন, কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, “এবার একটা জিনিস বেশ ভাল হল যে রিহানাকে অন্তত কঙ্গনা করণ জোহরের চামচি বলতে পারবে না।” এমনই টুইটে ভরে গিয়েছে সোশ্যাল সাইট।
Kangana trending with Bhakts is actually the most accurate thing I’ve seen 😂#FarmersProtest pic.twitter.com/jQzJ6HVg94
— Ashish Mahawar 🇮🇳 (@AshishM31973480) February 2, 2021
The good thing about Kangana’s reply to Rihana is- at least she didn’t call her ‘Karan Johar ki chamchi.’
— PuNsTeR™ (@Pun_Starr) February 2, 2021
#FarmersProtest #Rihanna
kangana ranaut when anybody criticizes modi government. pic.twitter.com/jLjzeg0gGK— Tanveer Singh Hora (@imVeer_16) February 3, 2021
এই পরিস্থিতিতেই পরিবেশ আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ গ্রেটা থুনবার্গ (Greta Thunberg) টুইটারে জানিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও (Justin Trudeau)। সেই সময় তাঁকেও একহাত নিয়েছিলেন কঙ্গনা। কানাডার আইন-শৃঙ্খলার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছিলেন।
এদিকে, এই প্রসঙ্গে মুখ খুলেছেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরও। তিনি টুইট করেন, “ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস নয়, বাইরের দেশের মানুষ দর্শক হতে পারেন কিন্তু দেশের অভ্যন্তরীণ বিষয়ে অংশগ্রহণ করতে পারেন না। ভারতের বিষয়ে ভারতীয়রাই সিদ্ধান্ত নেবে।”
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let’s remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.