Advertisement
Advertisement

Breaking News

Rihanna

মহিলা পুলিশকে আলিঙ্গন রিহানার, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

'তারকা এমনও হয়!' ভিডিও দেখে বলছেন নেটিজেনরা।

Rihanna hugs female police officers at airport, see video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 2, 2024 3:39 pm
  • Updated:March 2, 2024 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মায়াবী চোখের নেশা, আর কণ্ঠের জাদুতে মাতোয়ারা গোটা বিশ্ব। গ্র্যামি থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সবই রয়েছে রিহানার (Rihanna) ঝুলিতে। নেই শুধু তারকা সুলভ অহংকার। তাই তো জামনগরে পারফর্ম করে ফেরার পথে সঙ্গে থাকা মহিলা পুলিশ কর্মীদের জড়িয়ে ধরলেন। ‘তারকা এমনও হয়!’ ভিডিও দেখে বলছেন নেটিজেনরা।

Rihanna

Advertisement

শুক্রবার সন্ধেয় জামনগরে বসেছিল বিশ্বের অন্যতম বিগ বাজেট ‘জলসা’। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের প্রি ওয়েডিং বলে কথা! দেশ-বিদেশের হুজ-হুরা তো থাকবেনই। এই অনুষ্ঠানের জন্যই জামনগরে হাজির হন বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকারবার্গরা। প্রায় গোটা বলিউড নিমন্ত্রিত। সকলের জন্য পারফর্ম করেন রিহানা। আফটার পার্টিতে আবার জাহ্নবী কাপুরের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে।

[আরও পড়ুন: আজই বিয়ে অনুপমের, কী বলছেন হবু বউ প্রস্মিতা?]

রাতভর এত কিছু হওয়ার পর শনিবার ছিল ঘরে ফেরার পালা। বিমানবন্দরে গাড়ি থেকে নামা মাত্র রিহানাকে ঘিরে ধরে পাপারাজ্জি। বিন্দুমাত্র বিরক্ত হননি পপ তারকা। শুধু হাত বাড়িয়ে নিজের সঙ্গে থাকা মহিলা পুলিশদের কাছে ডেকে নেন। তার পর তাঁদের সঙ্গে দেন ক্যামেরার সামনে পোজ। ছবি তোলা হয়ে যাওয়ার পর দুজনকেই বুকে জড়িয়ে ধরেন গ্রামি জয়ী তারকা। পাপারাজ্জিদের ছবির আবদারও মেটান। তাঁর এই ব্যবহারেই মুগ্ধ নেটপাড়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

যাওয়ার আগে রিহানা জানান ভারতে এসে দারুণ লেগেছে তাঁর। গত রাতের পারফরম্যান্স নিয়েও বেশ সন্তুষ্ট হলিউডের পপ আইকন। জানান, এমন সুন্দর অনুষ্ঠান তিনি অনেকদিন করেননি। আবারও এ দেশে আসার আশ্বাস দিয়ে গেলেন ইন্টারন্যাশনাল স্টার। আর সেই সঙ্গে বলে গেলেন, ‘আই লাভ ইন্ডিয়া’।

[আরও পড়ুন: নীতা-মুকেশের সঙ্গে উদ্দাম নাচতে গিয়ে জামা ছিঁড়ল রিহানার, আম্বানির পার্টিতে গেল গেল রব!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement