Advertisement
Advertisement

Breaking News

Ricky Martin Separation

ছ’বছরের দাম্পত্যে ইতি, স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন পপ-তারকা রিকি মার্টিন

২০১০ সালে রিকি নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন।

Ricky Martin and his husband Jwan Yosef, announced divorce | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 7, 2023 3:56 pm
  • Updated:July 7, 2023 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছরের ভালবাসার সম্পর্কের ইতি। স্বামী জেয়ান যোসেফকে ডিভোর্স দিলেন পপতারকা রিকি মার্টিন (Ricky Martin)। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে শান্তিপূর্ণ বিচ্ছেদের কথা জানান দু’জনে।

Ricky-Martin-2

Advertisement

‘লিভিং লা ভিডা লোকা…’, নয়ের দশকের শেষে ঝড় তুলছিলন রিকি মার্টিনের গান। ভারত-সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল পুয়ের্তে রিকোর শিল্পীর খ্যাতি। মাত্র ১৪ বছর বয়সে নিজের ভার্জিনিটি হারিয়েছিলেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন রিকি। পপ-তারকার জীবনে প্রেমিকার কমতি কোনওদিনই ছিল না। একাধিক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। ২০১০ সালে রিকি নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন।

[আরও পড়ুন: দ্বিতীয় ছবিতেই আবির-পরমব্রতর নায়িকা, কীভাবে সামলালেন দুই নায়ককে? জানালেন লহমা]

২০১৫ সালে জেয়ানের সঙ্গে রিকির সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সূত্রের খবর, ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় দু’জনের। পেশায় চিত্রশিল্পী জেয়ান। বেশ কয়েকমাস ধরে রিকির সঙ্গে তাঁর অনলাইনে কথা হয়। জেয়ানের আঁকা ছবি দেখে মুগ্ধ হন দুই তারকা। ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। তারপর রেড কার্পেটে প্রেমিকের সঙ্গে হাত ধরে ক্যামেরার সামনে পোজ দেন পপ তারকা।

Ricky-Martin-3

‘দ্য এলেন ডিজেনেরাস শো’য়ে প্রেমিকের সঙ্গে বাগদানের ঘোষণা করেছিলেন রিকি মার্টিন। ২০১৮ সালের জানুয়ারি মাসে কাছের মানুষদের সাক্ষী রেখে করেছিলেন বিয়ে। সে বছরের শেষেই রিকি-জেয়ানের মেয়ে লুসিয়ার জন্ম হয়। তার পরের বছর ছেলে রেনকে ঘরে নিয়ে আসেন দু’জন। বিয়ের ছ’বছর পর বিচ্ছেদের ঘোষণা করলেন রিকি। জানালেন যৌথভাবে সন্তানদের দায়িত্ব পালন করবেন আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ricky Martin (@ricky_martin)

[আরও পড়ুন: টলিউডের অ্যান্থোলজি ফিল্মে ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনয়ের জন্য নেবেন না কোনও পারিশ্রমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement