সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে লোকসভা ভোট। তার আগেই নির্বাচনের আবহ। কোথায়? তিন ‘ফুকরে’র দুনিয়ায়। যেখানে ‘ভোলি’ রিচা চাড্ডার মুখোমুখি ‘চুচা’ বরুণ শর্মা। রাজনীতির এই লড়াইয়ে জিতবে কে? জানা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর। সেদিনই সিনেমা হলে মুক্তি পাবে ‘ফুকরে ৩’ (Fukrey 3)। কিছুদিন আগেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশিত নতুন ভিডিও।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘ফুকরে’। সেই ছবিতে প্রথমবার চুচা হিসেবে দেখা যায় বরুণ শর্মাকে (Varun Sharma)। তাঁর সঙ্গেই হানি হিসেবে দেখা যায় পুলকিত সম্রাটকে। তার সঙ্গেই পণ্ডিত হিসেবে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi)। আর ছিল লালি। এই চরিত্রে অভিনয় করেন মনোজিৎ সিং। ভোলি পাঞ্জাবন হিসেবে নজর কাড়েন রিচা চাড্ডা (Richa Chadha)।
‘FUKREY 3’: NEW PROMO IS HERE… Ahead of its theatrical release on 28 Sept 2023, Team #Fukrey3 drops the fun-filled promo of the film… Directed by #MrighdeepSinghLamba, the film stars #PulkitSamrat, #VarunSharma, #ManjotSingh, #RichaChadha and #PankajTripathi.
Produced by… pic.twitter.com/mDexGWZKfL
— taran adarsh (@taran_adarsh) September 18, 2023
মগ্নদীপ সিং লাম্বার পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকে। প্রযোজনায় রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। আগের দু’টি সিনেমায় জফর হিসেবে আলি ফজলকে দেখা গিয়েছে। শোনা যায়, এই সিনেমার সেটেই রিচা ও আলির প্রেম শুরু হয়। এখন বেশ ভালই আছেন তারকা যুগল। ২০১৭ সালে যখন ‘ফুকরে রিটার্নস’ মুক্তি পায়, তাতেও আলির চরিত্র ছিল।
কিন্তু ‘ফুকরে ৩’ ছবিতে আলির চরিত্রের দেখা মেলেনি। আবার উইকিপেডিয়াতে ছবির যে তথ্য রয়েছে সেখানেও আলি ফজলের দেখা মেলেনি। ছবিতে অভিনেতা রয়েছেন কিনা তা জানা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর। তবে নতুন এই ভিডিও দেখে যা মনে হচ্ছে, তাতে এবার লড়াই চুচা আর ভোলির মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.