Advertisement
Advertisement
Richa Chadha

শরীরী আবেদন ও নেপথ্য যন্ত্রণার কাহিনি নিয়ে প্রকাশ্যে রিচা চাড্ডার ‘শাকিলা’র ট্রেলার

ট্রেলারে বিশেষ নজর কাড়লেন পঙ্কজ ত্রিপাঠি।

Richa Chadha sets screen on fire in Shakeela! See trailer | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 16, 2020 3:46 pm
  • Updated:December 16, 2020 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী সিল্ক স্মিথার আচমকা মৃত্যুর পর বিরাট শূন্যতা তৈরি হয়েছিল দক্ষিণী ছবির জগতে। প্রশ্ন ওঠে এই অভিনেত্রীর শূন্যস্থান কি কখনও পূরণ করা সম্ভব? হলেও কে হতে পারবেন তাঁর উত্তরসূরি? শুধু উত্তরসূরি হিসেবেই সেই শূন্যস্থান পূরণ হয়েছে এমন নয়, বরং দাক্ষিণাত্যের সিনেমায় নিজেকে অনন্য রূপে প্রতিষ্ঠা করেছিলেন শাকিলা (Shakeela)। সেই চরিত্রটিই এবার রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন রিচা চাড্ডা। গত সপ্তাহেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। আর বুধবার প্রকাশ্যে এল ট্রেলার। যা নিঃসন্দেহে দর্শক মনে উষ্ণতার পারদ আরও চড়াল।

নয়ের দশকে সিনেমা হলে দর্শক সংখ্যা কম হলেই তাঁর স্মরণাপন্ন হতেন সমস্ত প্রযোজক ও ডিস্ট্রিবিউটাররা। সেভেন্টি এমএম স্ক্রিনে তিনি যখন শরীরী আগুন জ্বালাতেন, পিল পিল করে তখন দর্শক আসত লাস্যময়ীর যৌন আবেদনে সাড়া দিতে। দাক্ষিণাত্যের সেই সেক্স সাইরেন শাকিলার কাহিনিই এবার দেখাবেন পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ। ট্রেলারেই বোঝা গেল, শুধুমাত্র শাকিলার ফিল্মি কেরিয়ারের চড়াই-উতরাই-ই নয়, তাঁর ব্যক্তিগত জীবন, বড় হয়ে ওঠার গল্পও জানানো হবে সিনেপ্রেমীদের। রিচার বিপরীতে রয়েছেন পাওয়ার হাউস অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। ট্রেলারে তিনিও বিশেষভাবে নজর কাড়লেন। এই প্রথমবার দক্ষিণী সিনেমার তারকার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের কৃষি আইনের সমর্থনে টুইটে বিতর্ক, বাড়ল সানি দেওলের নিরাপত্তা]

১৯৯৫ সালে শাকিলার প্রথম সিনেমা মুক্তি পায়। নাম ‘প্লে-গার্লস’। সেই সময় শাকিলার বয়স মাত্র ১৬। তার পর থেকে প্রায় ২৫০ অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ লাখো দর্শক। পরিচালক ইন্দ্রজিৎ বলছিলেন, এখন সেভাবে আর শাকিলাকে নিয়ে আলোচনা হয় না। অনেকেই তাঁর জীবনের সাফল্য ও চূড়ান্ত ব্যর্থতার কাহিনি জানে না। ছবির মাধ্যমে তা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।

রিচার আগে দক্ষিণী ইন্ডাস্ট্রির অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রীর কাহিনি পর্দায় তুলে ধরেছিলেম বিদ্যা বালান (Vidya Balan)। ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার রিচা চাড্ডার অভিনয় সিনেপ্রেমীদের মনে কতখানি দাগ কাটে, সেটাই দেখার। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম- এই পাঁচটি ভাষায় বড়দিনে সিনেমা হলে মুক্তি পাবে শাকিলার বায়োপিক।

[আরও পড়ুন: নতুন বছরেই শুরু হকির জাদুকর ধ্যান চাঁদের বায়োপিকের শুটিং, মুক্তি কবে জানেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement