Advertisement
Advertisement

Breaking News

Richa Chadha Ali Fazal

‘এই ছোট্ট হৃদস্পন্দন…’, বিয়ের দেড় বছরেই বাবা-মা হচ্ছেন রিচা চাড্ডা-আলি ফজল, শুভেচ্ছার জোয়ার

বলিউডের তারকাদম্পতি নিজেই শেয়ার করেছেন সুখবর।

Richa Chadha, Ali Fazal expecting their first child | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:February 9, 2024 12:19 pm
  • Updated:February 9, 2024 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর! মা-বাবা হচ্ছেন রিচা চাড্ডা এবং আলি ফজল (Richa Chadha, Ali Fazal)। ২০২২ সালের অক্টোবর মাসের ৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছিলেন তারকাজুটি। এবার সংসারে নতুন সদস্য আসার সুখবর শোনালেন রিচা-আলি।

প্রথম সন্তান আসার অপেক্ষায় রিচা চাড্ডা এবং আলি ফজল। তারকাদম্পতি নিজেরাই সোশাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন। তাঁদের শেয়ার করা ছবিতে লেখা, “১+১= ৩, ছোট্ট হৃদস্পন্দনই এখন আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় শব্দ।”

Advertisement

[আরও পড়ুন: মা হচ্ছেন ইয়ামি গৌতম, সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা! খুশিতে ডগমগ পরিচালক স্বামী]

২০২০ সালে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা-আলি। তবে সামাজিকভাবে বিয়ে সারেন তারও বছর দুয়েক বাদে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় আলি (Ali Fazal) ও রিচাকে (Richa Chadha)। ছবির শুটিং চলাকালীন তাঁদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। এরপর ঘনিষ্ঠ বন্ধুরাই জানান, শুধুমাত্র বন্ধুত্বে আর আটকে নেই তাঁদের সম্পর্ক। রিচার পছন্দ-অপছন্দের সঙ্গে অনেক মিল রয়েছে আলির। তাছাড়া দু’জনের বন্ধু সার্কেলও এক। তাই বিয়ের পর থেকে একে-অপরের সঙ্গেই সময় কাটাচ্ছেন রিচা চাড্ডা, আলি ফজল। বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টিতেও তাঁদের খুব একটা দেখা যায় না। নিভৃতে থাকাই পছন্দের তাঁর। এবার মা-বাবা হওয়ার জার্নি শুরু তারকাদম্পতির। বৃহস্পতিবারই প্রথম সন্তান আসার খবর শেয়ার করেন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। এবার শুক্রবার সাতসকালে সুসংবাদ দিলেন রিচা চাড্ডা ও আলি ফজল।

[আরও পড়ুন: ‘আর্টিক্যাল ৩৭০’ ছবি লোকসভা জেতার অস্ত্র? বিতর্ক বাড়তেই রামমন্দির টেনে বিস্ফোরক পরিচালক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement