Advertisement
Advertisement

Breaking News

Rhea Chakraborty

সুশান্তের মৃত্যুর ১ বছর কাটলেই অভিনয়ে ফিরছেন রিয়া! দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন?

আগামী ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে।

Rhea Chakraborty offered to play Draupadi from Mahabharat in her next? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 11, 2021 12:40 pm
  • Updated:June 11, 2021 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর পার হতেই অভিনয় জগতে ফিরছেন রিয়া চক্রবর্তী। শোনা যাচ্ছে এমনই খবর। সূত্রের খবর মানলে,  দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে পারেন রিয়া চক্রবর্তী (Rhea Chkraborty)। মহাভারতের (Mahabharata) কাহিনি অবলম্বনে একটি বড় বাজেটের ছবি তৈরি হচ্ছে। তাতেই দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার জন্য রিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। রিয়া এখনও প্রস্তাবে সম্মতি দেননি বলেই খবর। 

সিনেমার জগতে ফিরতে আগ্রহী রিয়া চক্রবর্তী। একথা আগেই শোনা গিয়েছিল। সেই সময় খবর রটেছিল, দক্ষিণী ছবিতে কামব্যাক করতে পারেন অভিনেত্রী। নতুন এই ছবিটি হিন্দিতে তৈরি হচ্ছে না দক্ষিণী কোনও ভাষায় সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে রিয়া নাকি ছবিটিতে অভিনয় করতে বেশ আগ্রহী।

Advertisement

[আরও পড়ুন: হিন্দুদের বোকা বানিয়ে সিঁদুর পরে ভোট নিয়েছেন! নুসরত প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ]

তেলুগু ছবির মাধ্যমে সিনেমার জগতে পা রেখেছিলেন রিয়া চক্রবর্তী। তাঁর প্রথম হিন্দি ছবি ছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মেরে ড্যাড কি মারুতি’ (Mere Dad Ki Maruti)। তবে সিনেমার জন্য কম প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রেমিকা হিসেবেই বলিউডে বেশি পরিচিতি পান রিয়া। গত বছরের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছিল। রিয়ার বিরুদ্ধে পাটনা থানায় অভিযোগ জানিয়েছিল প্রয়াত অভিনেতার পরিবার। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) সুশান্তের মৃত্যুতে মাদক যোগের তদন্ত করতে গিয়ে রিয়া এবং তাঁর ভাই সৌভিককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে NCB। ২৮ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান রিয়া।

আপাতত রিয়ার মুক্তির তালিকায় রয়েছে রুমি জাফরি পরিচালিত সাসপেন্স থ্রিলার ‘চেহরে’ (Chehre)। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ইমরান হাসমি (Emraan Hashmi)। রিয়া সেখানে নেহা ভরদ্বাজের চরিত্রে অভিনয় করেছেন। তবে শোনা গিয়েছিল, সুশান্ত মামলার জেরে রিয়াকে ছবির প্রচার পর্ব থেকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক এবং পরিচালক।

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নিয়ে ব্যস্ত সাংসদ নুসরত! ‘যশ’ বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের পাশে সায়ন্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement