Advertisement
Advertisement

Breaking News

Rhea Chakraborty

সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগেই আবেগঘন রিয়া, ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন যন্ত্রণার কথা

প্রেমিকের মৃত্যুর পর একাধিকবার কাঠগড়ায় উঠতে হয়েছে রিয়া চক্রবর্তীকে।

Rhea Chakraborty a post about suffering ahead of Sushant Singh Rajput’s 1st death anniversary | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 28, 2021 12:18 pm
  • Updated:May 28, 2021 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর হতে চলল। আবারও সেই জুন মাস। সেই ১৪ তারিখ। আচমকা সংবাদমাধ্যমগুলিতে ভেসে উঠেছিল খবর, বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনও চলছে। সিবিআই (CBI) আধিকারিকরা চালাচ্ছেন সেই তদন্ত। অন্যদিকে, মাদকযোগ খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। আবার আর্থিক তছরুপের দিকটি দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। প্রেমিকের মৃত্যুর পর একাধিকবার কাঠগড়ায় উঠতে হয়েছে রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)। থাকতে হয়েছে জেলে। জুন মাস কাছাকাছি আসতেই যেন সেই সমস্ত যন্ত্রণা আবারও কষ্ট দিচ্ছে রিয়া চক্রবর্তীকে। তাঁর সেই যন্ত্রণার প্রতিফলন দেখা গেল সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে।

এমনিতে সুশান্তের মৃত্যুর পর থেকে খুব কম পোস্ট করেন রিয়া। গত বছরের ২৭ আগস্টের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইনস্টাগ্রামে (Instagram) মাত্র সাতটি পোস্ট করেছেন রিয়া। বৃহস্পতিবারের পোস্টে অভিনেত্রী লিখেছেন, “নিদারুণ যন্ত্রণা থেকে প্রবল শক্তির উদ্ভব হয়! আর এতে তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। শক্ত থেকো… ভালবাসা নিও, রিয়া।”

Advertisement

[আরও পড়ুন: মায়াবতীকে নিয়ে অশ্লীল ঠাট্টা! নেটদুনিয়ার রোষানলে অভিনেতা রণদীপ হুডা]

সুশান্তের মৃত্যুর কিছুদিন পর থেকেই একাধিক অভিযোগ উঠেছে রিয়া এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সুশান্তকে মাদক দেওয়ার অভিযোগে রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌভিককেও গ্রেপ্তার করা হয়েছিল। দু’জনেই এখন জামিনে মুক্ত। শোনা গিয়েছে, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া। কখনও গীতবিতান পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কখনও আবার তাঁর হাতে দেখা গিয়েছে ‘হনুমান চাল্লিশা’। সিনেমার জগতেও ফিরতে আগ্রহী রিয়া। সূত্রের খবর, দক্ষিণী সিনেমার মাধ্যমে কামব্যাক করছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

[আরও পড়ুন: আরব আমিরশাহীর গোল্ডেন ভিসা পেলেন সঞ্জয় দত্ত, কী সুবিধা পাবেন তাতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement