সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ‘সরকারি বেতন, বোনাস নেওয়ার’ মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। অন্তহীন কাটাছেঁড়া চলছে। যার জেরে সুদীপ্তা চক্রবর্তীও বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করে দিয়েছেন। এবার শাসক দলের তারকা বিধায়ক তথা ইন্ডাস্ট্রির সতীর্থ অভিনেতাকে ‘বেলাগাম’ আক্রমণ ঋত্বিক চক্রবর্তীর। সোশাল মিডিয়ায় দৃঢ়কণ্ঠে নিন্দায় সরব হলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীও।
আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করে রবিবার আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশে কাঞ্চন মল্লিক প্রশ্ন ছুঁড়েছিলেন, “সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?” উত্তরপাড়ার তারকা বিধায়কের এই মন্তব্য ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেন অনেকে। প্রিয় অভিনেতার ‘বিবেকবোধ’কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটপাড়ার একাংশ। সেই আবহেই ঋত্বিক চক্রবর্তীর একটি ফেসবুক পোস্ট আপাতত ভাইরাল। অভিনেতা লিখেছেন, “ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক।” বলাই বাহুল্য, অভিনেতার এমন ব্যঙ্গাত্মক পোস্টে নেটপাড়ার সিংহভাগ সায় দিয়েছেন। অন্যদিকে সোশাল মিডিয়ায় বিদীপ্তা চক্রবর্তীর পোস্ট, “ছিঃ কাঞ্চন মল্লিক ছিঃ।”
ঠিক কী বলেছিলেন কাঞ্চন মল্লিক, যার জন্যে এত বিতর্ক? তারকা বিধায়ক রবিবার কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চে যোগ দিয়ে ধর্ষকদের ফাঁসি দাবি করে পরক্ষণেই আন্দোলনকারী ডাক্তারকারী কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” পাশাপাশি আর জি কর কাণ্ডের তীব্র নিন্দাও করেন তিনি। তবে যাঁরা এই ইস্যুটিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চনের প্রশ্ন, “আসল উদ্দেশ্য কোনটি- দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ?” ঘটনার তীব্র নিন্দা করে ধর্ষকের ফাঁসিও চেয়েছেন তারকা বিধায়ক।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘটনার পরদিন থেকেই লাগাতার আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এখনও হাসপাতালের আউটডোরে কাজে যোগ দেননি তাঁরা। একাধিকবার সুপ্রিম কোর্ট তাঁদের কাজে ফেরার আর্জি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের কাজে ফেরার কথা বলেছেন। তবে সমস্ত দাবিপূরণ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। তবে টেলি মেডিসিন পরিষেবা চালু করেছেন তাঁরা। এছাড়াও ‘অভয়া ক্লিনিক’ নামে অস্থায়ী ক্যাম্প চালু হয়েছে। প্রেসক্রিপশনেও আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদী স্ট্যাপ বহাল রেখেছেন। বলাই বাহুল্য, এই আন্দোলন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এসবের মাঝেই রবিবার কাঞ্চন মল্লিকের একটি মন্তব্যে আবারও বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। যা নিয়ে নেটপাড়া সরগরম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.