সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের হয়ে প্রেম নিবেদনে অরিজিৎ কণ্ঠ ছাড়েন ‘হাওয়ায়ে…’ কিংবা রণবীর কাপুরের হয়ে প্রেমের ‘কেসরিয়া’ রং! বাংলা ছবিতেও অরিজিৎ গাইলে প্রেম ‘বোঝেও বোঝে না’। যে গায়কের কণ্ঠে প্রেম একেবারে ঝরনার জল। সেই অরিজিৎই আগুন জ্বালালেন গানে! সেই অরিজিৎই অশান্ত পরিবেশে নিজেকে সামলাতে না পেরে রাতজেগে লিখলেন ‘আর কবে?’ হ্য়াঁ, আরজির কাণ্ডের প্রতিবাদে রোমান্টিক গায়কের প্রতিবাদী রূপ দেখল অরিজিৎ ভক্তরা। সমস্ত রোমান্টিকতাকে ঝেরে ফেলে অরিজিৎ অধৈর্য হয়ে, প্রশাসনকে সোজা প্রশ্ন করলেন সুবিচারের। অরিজিতের গানের প্রতিটি শব্দে শোনা গেল গর্জন। অরিজিৎ গাইলেন, “…এ ব্যাথা আমার, নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার
View this post on Instagram
লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান
করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান…”
অরিজিৎ গান প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ”আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণ শিক্ষানবিশ চিকিৎসকের হত্যার প্রতিবাদের (RG Kar Protest) ঝড় এখন ভারত জুড়ে। এই গানটি ন্যায়বিচারের একটি আর্তনাদ, অগণিত নারীদের গলার আওয়াজ। যাঁরা প্রতি মুহূর্তে ভুক্তভোগী। আমরা চেষ্টা করেছি ‘অভয়া’-র সাহসিকতার শ্রদ্ধা জানাতে, যে তরুণী চিকিৎসক মারা গিয়েছেন, যিনি প্রতিবাদ করেছিলেন। লিঙ্গ-ভিত্তিক বৈষম্য নিয়ে মহিলারা যে লড়াই করে চলেছেন, তার হয়ে গলা তুলি আমরা। আমাদের এই গান, সারা দেশের চিকিৎসকদের কণ্ঠস্বর, যারা বিপদের সম্মুখীন হয়েও অক্লান্ত ভাবে সেবা করে। এটি কেবল একটি প্রতিবাদী গান নয়-এটি একটি ডাক। মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি।”
তবে শুধু অরিজিৎ নন। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এপি ধিল্লোও গান বেঁধেছেন আরজি কাণ্ডের প্রতিবাদে। সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন সেই গান। এপি ধিল্লো এই গানের মধ্যে দিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় নারীদের সুরক্ষার উপর। প্রশ্ন তুললেন সমাজের কাছে। প্রশ্ন করলেন বিবেককে, কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? তবে শুধুই অরিজিৎ বা এপি ধিল্লো নয়। রূপমের কণ্ঠেও প্রতিবাদের রেশ।
অরিজিতের প্রতিবাদ নিয়ে রূপম বলেছিলেন, “অরিজিৎ আমার বন্ধু স্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি ছ-সাত দিন অপেক্ষা করব, তার পর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু সমর্থন করছেন এই কথাটা। রাস্তায় নেমে সে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এর পরে আমাদের কোন পথ নিতে হবে বা কী করতে হবে, আমরা নিজেরাই জানি না! কিন্তু সামগ্রিক মানুষ যে পথ নেবে সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথই নেব।”
View this post on Instagram
সম্প্রতি প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবির জন্য ‘ঝাপসা শহর’ গান রেকর্ড করেছেন রূপম ইসলাম। পরিচালক প্রতিম জানিয়েছেন, এই গানটি রেকর্ড করার সময় রূপমের গায়কিতে ধরা পড়েছিল শহরের অস্থির পরিস্থিতি। ধরা পড়েছিল তিলোত্তমার প্রতিবাদও।
আরজি কর কাণ্ড ভয়াবহতা নাড়া দিয়েছে সর্বস্তরের মানুষকে। কোথাও গিয়ে প্রশ্নের মুখে পড়েছে উন্নয়নের পিছনে দৌঁড়ানো এই সমাজ। যেখানে হাতের মুঠোয় গোটা দুনিয়া থাকলেও, নারী নিরাপত্তা যেন সুরক্ষা বলয়ের বাইরে। আরজি কাণ্ড যেন সেই কঠোর বাস্তবকেই সামনে নিয়ে এসেছে। আর তাই হয়তো বাংলা জুড়ে, দেশ জুড়ে চলা অস্থির পরিস্থিতিতে রোমান্টিকতা হারিয়েছেন অরিজিৎ, রূপম এপি ধিল্লোরা। আর তাই হয়তো এই শহর, এই দেশে যেন ফিকে হয়ে গিয়েছে অরিজিৎ ও শাহরুখ জুটির সেই প্রেমের ‘হাওয়ায়ে….’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.