Advertisement
Advertisement
RG Kar Protest

মহামিছিলের নামে তোলা হচ্ছে টাকা! শহরবাসীকে সতর্ক করলেন সোহিনী

১ সেপ্টেম্বরের মহামিছিল নিয়ে কী লিখলেন সোহিনী?

RG Kar Protest: Sohini Sarkar facebook post on Rally goes viral
Published by: Akash Misra
  • Posted:August 30, 2024 9:25 am
  • Updated:August 30, 2024 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের বিরুদ্ধে প্রথম থেকেই সরব অভিনেত্রী সোহিনী সরকার। বার বার তাঁকে প্রতিবাদী মিছিলেও (RG Kar Protest) দেখা গিয়েছে। এমনকী, ১ সেপ্টেম্বরের মহামিছিলের অন্যতম মুখ সোহিনীই। তবে এবার এই মিছিল নিয়েই মানুষকে সতর্ক করলেন অভিনেত্রী। ফেসবুকে লিখলেন, ‘সাবধান থাকুন!’

মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন সোহিনী। ফেসবুকে এক লম্বা পোস্টে সোহিনী লিখলেন, ”আমরা খবর পেয়েছি, Amra Tilottama র ১লা সেপ্টেম্বরের মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কাজটি কার, সেটা এখনো বুঝতে পারা যায়নি।
আমাদের পক্ষ থেকে এখনো অবধি কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান। যোগাযোগের নম্বর : +91 83340 04994 / +91 82409 25171”

Advertisement

বুধবার মহামিছিলের কর্মসূচী ও দাবি দাওয়া নিয়ে একটি ফেসবুক লাইভে এসেছিলেন সোহিনী। সেখানে এক নেটিজেনের প্রশ্নের সূত্র ধরে বলেন, “আমার মতে, কোনও শিল্পী যেকোনও রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনও পদে যেতে পারেন না। কোনও শিল্পীর এই ২০২৪ সালে কোনও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ, আমি একা পদে নেই। আমার উপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তাঁর মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনও শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনও শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।” তবে তারকাদের রাজনীতি যোগ নতুন কিছু নয়। পদে থাকার ঘটনাও চেনা প্রায় সকলেরই। কারণ, বিজেপি হোক কিংবা তৃণমূল – প্রত্যেক রাজনৈতিক দলেই তারকাদের পদে থাকার বহু উদাহরণ রয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। ওই রাতেও মায়ের সঙ্গে ফোনে কথা হয় তাঁর। তার পরই সব শেষ। পরদিন সকালে সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। তবে গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে এখনও পর্যন্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টও হয়েছে। তবে তদন্তভার নেওয়ার পর নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তার করেনি সিবিআই। কবে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের রহস্যের জট খুলবে? কবে সুবিচার পাবেন সদ্য সন্তানহারা বাবা-মা? এমন একাধিক প্রশ্নে আপাতত মুখর মহানগরী।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement