Advertisement
Advertisement

Breaking News

RG Kar Protest

দেশ-বিশ্বের মহিলাদের সুরক্ষার দাবিতে কনসার্ট বাতিল শ্রেয়া ঘোষালের, ‘সাধুবাদ’ জানালেন কুণাল

গায়িকার অবস্থানকে সাধুবাদ জানিয়ে কী বললেন কুণাল ঘোষ?

RG Kar Protest: Shreya Ghoshal reschedules Kolkata concert, Kunal Ghosh praised
Published by: Sandipta Bhanja
  • Posted:August 31, 2024 3:29 pm
  • Updated:August 31, 2024 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ঘটনা নিয়ে প্রতিবাদী গান, মহারাষ্ট্র-বদলাপুর নিয়ে চুপ কেন? প্রশ্ন তুলে অরিজিৎ সিংকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তার চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই বলিউডের বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) অবস্থানকে সাধুবাদ জানালেন তৃণমূল নেতা।

আগামী ১৪ আগস্ট কলকাতায় শ্রেয়া ঘোষালের কনসার্ট করার কথা ছিল। কিন্তু আর জি কর কাণ্ডের পর শোকের আবহে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়ে নারী সুরক্ষার দাবিতে সরব হয়েছেন গায়িকা। শুধু বাংলা নয়, গোটা বিশ্ব তথা দেশে প্রতিনিয়ত যেভাবে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, সেই প্রসঙ্গ তুলেও নিরাপত্তার দাবিতে সুর চড়িয়েছেন তিনি। শ্রেয়া ঘোষালের এহেন উদ্যোগকেই সাধুবাদ জানিয়েছেন কুণাল ঘোষ।

Advertisement

শুক্রবারই ‘আর কবে?’ শীর্ষক গানের জন্য অরিজিৎ সিংকে বিঁধে কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ এবং সমর্থন করি। কিন্তু সমস্যা হল, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?” তবে শনিবার শ্রেয়া ঘোষালের প্রতিবাদী সত্ত্বাকে কুর্নিশ জানিয়ে তিনি লেখেন, “RG Kar নিয়ে আমাদের সকলের মতো তিনিও উদ্বিগ্ন। ১৪ সেপ্টেম্বরের অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়।”

[আরও পড়ুন: ডিভোর্সের চর্চা, গুঞ্জনের মাঝেই হাসিমুখে ক্যামেরায় পোজ যিশুর, সঙ্গে কে? দিলেন ‘সুখবর’ও]

শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, “কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, সেটা ভীষণভাবে আমাকে নাড়িয়ে দিয়েছে। একজন নারী হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”

[আরও পড়ুন: ‘প্রোপাগান্ডা ছবিতে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা’, কুণালের মন্তব্যে সায় জানিয়ে সরব সোহম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement