Advertisement
Advertisement

Breaking News

Dev on RG Kar Protest

‘ধর্ষণের একটাই শাস্তি, ফাঁসি’, প্রধানমন্ত্রীকে ‘রাজনৈতিক’ অনুরোধ দেবের

'আমরা কোন দেশে বাস করছি', প্রশ্ন তারকার।

RG Kar protest: Dev wants capital punishment for abuse

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

Published by: Suparna Majumder
  • Posted:August 24, 2024 9:34 pm
  • Updated:September 28, 2024 9:26 pm  

সন্দীপ্তা ভঞ্জ: শহরে ছিলেন না। ফিরেই আবার বাবার অসুস্থতার খবর পান। সোজা চলে যান হাসপাতালে। এত কিছুর মধ্যে আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে যোগ দেন দেব (Dev)। সেখানেই ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চাইলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ। “যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি”, বললেন তারকা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে একটি ‘রাজনৈতিক’ আবেদনও জানালেন তিনি।

Dev and Roopa Ganguly on RG Kar Protest arrenged by West Bengal Motion Picture Artists Forum

Advertisement

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিট্যাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে ততদিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে।”

[আরও পড়ুন: শুটিং থেকে ফেরার পথেই দুর্ঘটনা! কেমন আছেন সাহেব?]

আর জি করের ঘটনার পর প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে। দেব জানান, এই কদিনে প্রায় ১৪০০ মতো মেল পড়েছে। এত বড় একটা আন্দোলন হচ্ছে। অপরাধীদের ভয় লাগছে না? “আমরা কোন দেশে বাস করছি?” প্রশ্ন করেন তারকা। ১৪ আগস্টের রাত দখলের কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতার পর এত বড় এত সুন্দরভাবে একটা আন্দোলন দেখল ভারতবর্ষ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

তবে অভিনেতা মনে করেন রাজনৈতিক সুবিধাবাদিদের প্রভাবে এই আন্দোলন গতিপথ হারাচ্ছে। তিনি চান, ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন রাত দশটার পর নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে, তবেই এই আন্দোলনের সার্থকতা। এর পরই দেব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে একটাই কথা বলতে চাই। যদি রাজনৈতিক হয় তাহলে ১১ বছরে প্রথমবার রাজনৈতিকভাবেই বলছি যেই ভারত সরকার রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, যেই ভারত সরকার ৩৭০ আর্টিকেল দমন করতে পারে, যেই ভারত সরকার বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেখানে রামমন্দির করতে পারে, যেই ভারত সরকার দুহাজার টাকার নোট আবার ফিরিয়ে নিতে পারে… সেই ভারত সরকারের কাছে শুধু বাংলার ১০ কোটি নয়, ১৪০ কোটি মানুষের তরফ থেকে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীকে রইল যে এখনই এমন একটা বিল পাশ করা উচিত সংসদে যেখানে কোনও ধর্ষণের অপরাধ যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তাকে এক মাসের মধ্যে ক্যাপিট্যাল পানিশমেন্ট দিতে হবে। তাহলেই দেশটা শুধরোবে।” 

[আরও পড়ুন: ‘এই গ্রুপ থেকে বিরত থাকুন’, ছোটপর্দার RG Kar প্রতিবাদের আগেই কেন এমন বার্তা? চর্চা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement