Advertisement
Advertisement

Breaking News

RG Kar Incident

RG Kar: ‘আপনারা প্রতিবাদ না করলে…’, মার্কিন মুলুক থেকে সরব প্রিয়াঙ্কা, সোচ্চার হৃতিক-টুইঙ্কলরাও

আর জি কর কাণ্ডের দোষীর কড়া শাস্তির দাবিতে হৃতিক রোশন, করিনা কাপুর, টুইঙ্কলরাও।

RG Kar Incident: Priyanka Chopra, Hrithik Roshan, Twinkle Khanna Seek Justice
Published by: Sandipta Bhanja
  • Posted:August 16, 2024 11:21 am
  • Updated:August 16, 2024 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার সরকারি কলেজের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর জি কর ইস্যু (RG Kar Incident) এখন আর বাংলার একার নয়! প্রতিবাদ, নিন্দায় সরব দেশের অন্যান্য রাজ্যগুলোও। বাংলার আন্দোলন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনায় আমজনতা থেকে সেলেব, সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মার্কিন মুলুক থেকেই সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।

টাইমস স্কোয়ার, নেদারল্যান্ড, পোল্যান্ড-সহ একাধিক জায়গায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রবাসী ভারতীয়রা। এবার নারী নিরাপত্তার দাবিতে বাংলার আন্দোলনে শামিল হলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সাধারণত দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে অভিনেত্রী এবার কলকাতার মহিলা ডাক্তারের সঙ্গে হওয়া নারকীয় ঘটনায় গর্জে উঠলেন। বিবিসি নিউজ-এর তরফেও আর জি কর ইস্যু কভার করা হয়েছে। সেই প্রতিবেদনের ছবি শেয়ার করে মন খারাপের কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেশি গার্ল’-এর শেয়ার করা ছবিতে জ্বলজ্বল করছে কলকাতার রাত দখলের প্রতিবাদী মুখেরা।

Advertisement

অন্যদিকে, করিনা কাপুরের মন্তব্য, “নির্ভয়া কাণ্ডের ১২ বছর। তবুও সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি।” দীর্ঘ পোস্টে আর জি কর কাণ্ডে ক্ষোভ উগড়ে দিয়ে দোষীর কড়া শাস্তি দাবি করলেন হৃতিক রোশনও। অভিনেতা লিখেছেন, “আমাদের এমন একটি সমাজে গড়ে তুলতে হবে, যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করি। কিন্তু তাতে কয়েক দশক লেগে যাবে। আমাদের ছেলে মেয়েদের সঠিক ভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে। আগামী প্রজন্ম ভালো হবে অনেক। আমরা ঠিক পারব। কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই। আর সেই শাস্তি এতটাই কঠিন এবং দৃষ্টান্তমূলক হোক, যাতে অপরাধীরা আর এই ঘৃণ্য কাজ করার কথা না ভাবে। এটাই কাম্য। আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি, ওদের মেয়ের ন্যায় বিচার চাই আমি।”

[আরও পড়ুন: ‘পুজোয় ক্লাবে অনুদান না দিয়ে হাসপাতাল সারান’, সোজা RG Kar থেকে মুখ্যমন্ত্রীকে আর্জি টলিউডের]

এক মেয়ের মা টুইঙ্কল খান্না জানালেন মেয়ে নিতারাকে তিনি কী শেখান? পোস্টে তিনি লিখেছেন, “এই পৃথিবীতে, এই দেশে আমার পঞ্চাশ বছর। এবং আমাকে এখনও আমার মেয়েকে সেই একই জিনিস শেখাতে হচ্ছে, যা আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল। পার্কে, স্কুলে, সমুদ্র সৈকত, কোথাও একা যাবেন না। কোনও পুরুষের সঙ্গে একা যাবেন না। এমনকী সে নিজের কাকা, তুতো ভাই বা বন্ধু হলেও। সকালে, সন্ধ্যা তো বটেই, এমনকী বিশেষ করে রাতে একা কোথাও যাবেন না। একা যাবেন না, কারণ তুমি আর কখনও ফিরে না-ও আসতে পারো।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)

[আরও পড়ুন: ‘রাজনৈতিক দলের তোষামোদ না করলেই…’ RG Kar-এ অপমানিত অপর্ণার পাশে অঞ্জন দত্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement