Advertisement
Advertisement
RG Kar

‘এই কাঞ্চন মল্লিককে চিনি না’, ‘বোনাস’ বিতর্কে দলের সতীর্থর হয়ে ক্ষমা চাইলেন দেব

দলের সতীর্থকে অচেনা ঠেকছে দেবের। কী বললেন 'সুপারস্টার' সাংসদ?

RG Kar Incident: MP actor Dev on Kanchan Mullick's doctor bonus remarks
Published by: Sandipta Bhanja
  • Posted:September 6, 2024 9:41 am
  • Updated:September 6, 2024 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভার আগে কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick) নিয়ে নির্বাচনী প্রচার করেছিলেন দেব (Dev)। দলের অগ্রজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ করে কাঞ্চনকে কাছে টেনে নিয়েছিলেন দেব। তবে এবার আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশে উত্তরপাড়ার বিধায়কের মন্তব্যে তাঁকে ‘অচেনা ঠেকছে’ সুপারস্টার সাংসদের। সাফ জানালেন, “এই কাঞ্চন মল্লিককে চিনি না।” শুধু তাই নয়, দলের সতীর্থর হয়ে ক্ষমাও চাইলেন দেব।

আর জি কর কাণ্ডে (RG Kar Incident) দোষীর রাজশাস্তি চেয়েও শুধুমাত্র একটা মন্তব্য করেই বিতর্কের শিরোনামে উঠে এলেন কাঞ্চন মল্লিক। যে বিস্ফোরক মন্তব্যের জেরে বন্ধুবিচ্ছেদও ঘটে চলেছে তারকা বিধায়কের। আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করে রবিবার আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশে কাঞ্চন মল্লিক প্রশ্ন ছুঁড়েছিলেন, “সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?” উত্তরপাড়ার তারকা বিধায়কের এহেন মন্তব্য নিয়ে নিন্দার ঝড় নেটদুনিয়ায়। এমনকী ইন্ডাস্ট্রির সতীর্থরাও সরব হয়েছেন। এরপ্রকার কোণঠাসা কাঞ্চন মল্লিক! এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন তৃণমূলের তারকা দেব।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, “এই কাঞ্চন মল্লিককে আমি চিনি না।” তাঁর সংযোজন, “কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাঁকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম। কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।” দেব এও বলেন, “যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাঁকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমিই তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয়, আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক।”‘

[আরও পড়ুন: টলিউডে কাস্টিং কাউচে দায়ী পরিচালক-প্রযোজকরা? স্বরূপের মন্তব্যের পালটা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের]

এরপরই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের নারী উন্নয়ন প্রকল্পকে একযোগে বিঁধে দেবের মন্তব্য, “কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও অর্থহীন হয়ে যাবে যদি এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে। এখনই কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আর ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত। ধর্ষকেরা আতঙ্কবাদীদের থেকেও ভয়ঙ্কর।”

[আরও পড়ুন: এই দুর্গাপুজোয় নারীশক্তির জয়গান গাইবেন আলিয়া, ‘জিগরা’য় মারকাটারি নায়িকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement