সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার সরকারি হাসপাতালে (RG Kar Doctor Death) তরুণী ডাক্তারের ধর্ষণ, খুন নিয়ে যখন গোটা দেশ উত্তাল। আর জি কর ইস্যু নিয়ে সরব বলিউডের সিংহভাগ তারকারাও, সেখানে শাহরুখ খান কেন ‘মৌনব্রত’ পালন করছেন? কিং খান ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেটপাড়ার একাংশ।
কলকাতার সঙ্গে শাহরুখ খানের দীর্ঘদিনের যোগ। একাধারে তিনি কলকাতা নাইট রাইডার্স টিমের কর্ণধার, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক তাঁর। ‘দিদি’ বলেই ডাকেন তাঁকে। বাদশাপুত্র আরিয়ান খান যখন মাদককাণ্ডে একমাস জেলে ছিলেন, তখন বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে পাশে দাঁড়িয়েছিলেন মমতা। শুধু তাই নয়, দীর্ঘদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকেছেন। ২০১২ সালে মমতার প্রস্তাবে সায় দিয়ে পশ্চিমবঙ্গের মুখ হয়েছিলেন শাহরুখ খান। কিন্তু আজ কলকাতার সরকারি হাসপাতালে ঘটা তরুণী ডাক্তারের ধর্ষণ, খুন নিয়ে কেন চুপ কন্যাসন্তানের পিতা শাহরুখ? জানতে চেয়েছেন নেটপাড়ার একাংশ। তাঁদের কথায়, কিং খানের সিনেমা মুক্তি পেলেই কলকাতায় উৎসবের মতো উদযাপন হয়। বাংলায় বাদশার ভক্তের সংখ্যা টেক্কা দেবে অন্য রাজ্যগুলোকেও! কিন্তু সেই সুপারস্টার, প্রিয় অভিনেতার মুখে আর জি কর কাণ্ড নিয়ে ‘টু’ শব্দটি নেই কেন? প্রশ্ন তুলেছেন অনেকেই।
Let’s celebrate our beautiful country India with pride in our hearts…. Happy Independence Day and love to all!! pic.twitter.com/8i3H0d5fhv
— Shah Rukh Khan (@iamsrk) August 15, 2024
আসলে, বৃহস্পতিবার কিং খান সপরিবারে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েই ক্ষোভের মুখে পড়েছেন। সোশাল পাড়ায় শাহরুখের ‘মৌনব্রত’ নিয়ে চর্চার অন্ত নেই! ক্ষুব্ধ ভক্তরা বলছেন, “কীসের স্বাধীনতা? কলকাতার মহিলা ডাক্তারের খুন-ধর্ষণ নিয়ে কিছু বলুন।” তবে অভিনেতা এই প্রসঙ্গে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকলেও কলকাতার ঘটনায় প্রতিবাদী পোস্ট করেছেন মেয়ে সুহানা। বন্ধু নভ্যা নভেলির পোস্ট শেয়ার করে তাঁর মন্তব্য, “আমরা আরও ভালো পরিবেশে থাকার যোগ্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.