Advertisement
Advertisement
RG Kar Case

RG Kar কাণ্ডের পর ‘নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার’, লাইভে অঝোরে কাঁদলেন শ্রীলেখা

কী বলছেন অভিনেত্রী?

RG Kar Case: Family worried about me after RG Kar incident, says Sreelekha Mitra
Published by: Sandipta Bhanja
  • Posted:August 17, 2024 3:55 pm
  • Updated:August 17, 2024 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনায় (RG Kar Case) প্রথম থেকেই সরব শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। দোষীর কড়া শাস্তি চাওয়ার পাশাপাশি প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন। ১৪ আগস্ট নারীদের রাত দখল কর্মসূচীতে তিনিও পথে নেমে প্রতিবাদ করেছেন। প্রশ্ন তুলেছিলেন, টলিউড তারকাদের একাংশের ‘চুপ’ থাকা নিয়ে! পাশাপাশি আর জি কর কাণ্ডে পরোক্ষভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দোপাধ্যায়দের প্রতিক্রিয়া নিয়েও কড়া সমালোচনা করেছেন। সেই প্রেক্ষিতে নেটপাড়ার একাংশের আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেত্রীকেও।

শ্রীলেখা বরাবরই স্পষ্টবাদী। বিতর্ক, চর্চাও তাঁর ব্যক্তিগত মতামত পেশ করার ক্ষেত্রে কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি। শনিবার সকালে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন অভিনেত্রী। তাঁর কথায়, পরিবার এখন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঠিক কী বলছেন শ্রীলেখা? “আমি একটু আবেগপ্রবণ বেশি। বাবা মারা গিয়েছে তো, আমাকে পথ দেখানোর কেউ নেই। একজন ‘ভদ্রমহিলা’র ভিডিও দেখছিলাম। যারা ধর্ষক, তারা হঠাৎ করে হয় না। এটা অনেকদিন থেকে থাকে। ধর্ষণ তো সেক্স নয়। এটা হল সেই মহিলার উপর নিজের আধিপত্য দেখানো। আমি লজ্জিত আমার ইন্ডাস্ট্রির লোকদের এই নাটক দেখে। যারা অরাজনৈতিক বলছেন, পিঠ বাঁচিয়ে চলার তাগিদে। উপরওয়ালাকে না খচিয়ে, ধরি মাছ না ছুঁই পানি হাবভাব। যারা শাঁখ বাজিয়ে, কেঁদে-কেঁটে এসব করছেন… এটা খুব অন্যায় করছেন তাঁরা, বলে আমি মনে করি। যে মেয়েটা মারা গিয়েছে তার প্রতি অশ্রদ্ধা, ওর মা-বাবার প্রতি অশ্রদ্ধা এগুলো। পুরো প্রতিবাদটাকে অশ্রদ্ধা করা”, বললেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘সব অভয়ার বিচার চাই’, প্রতিবাদী ধ্বনি তুলে রবিবার RG Kar অভিযান টলিউডের]

পথে নেমে RG Kar কাণ্ডে সরব হওয়ার পর কি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শ্রীলেখা? লাইভে তিনি জানিয়েছেন, তাঁর বলা নানা কথা ভাইরাল সোশাল মিডিয়ায়। এবং সেগুলো তিনি ভাইরাল হওয়ার জন্য করেননি। শ্রীলেখার মন্তব্য, “আমি সত্যিটা বলেছি মাত্র। কেরিয়ারে ক্ষতি হতে পারে এতে, জেনেও বলেছি। পরিবারের লোকেরা সুরক্ষা নিয়ে ভয় পাচ্ছে। আমার ভিতরের কষ্টটাকে থামাতে পারছি না।”

[আরও পড়ুন: শার্লক হোমস যদি বাঙালি হতেন, কেমন হত? ‘শেখর হোম’ সিরিজে দেখালেন সৃজিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement