সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ স্বাধীনতার ৭৭ বছর পার। বছর ঘুরে আবারও স্বাধীন দেশের জন্মদিন পালন হয়েছে সম্প্রতি। কিন্তু ভূ-ভারত স্বাধীন হলেও নারীদের সামাজিক অবস্থান কোথায় দাঁড়িয়ে? দেশের বিভিন্ন প্রান্তে নারীদের উপর হওয়া মানসিক, শারীরিক নির্যাতন এবং খুন-ধর্ষণের ঘটনা বারবার সেদিকে আঙুল দেখিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক আর জি কর হাসপাতালে ঘটনাও (RG Kar Case) কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারও একটা প্রশ্ন তুলে দিয়েছে। দেশ কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্ষণের খবরে কপালে ভাঁজ সকলের। এমতাবস্থায় সব অভয়ার বিচার চেয়ে আর জি কর অভিযান করছে টলিউড।
শনিবার সিনেইন্ডাস্ট্রির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। রবিবার বিকেল ৪টে নাগাদ টলিউড শিল্পীরা টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হয়ে, সেখান থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদী অভিযান করবেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, স্বস্তিকা মুখোপাধ্যায়, লোকনাথ দে, ইমন চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, সাবর্ণি দাস, অমৃতা চট্টোপাধ্যায়, অদিতি রায়-সহ সিনে ইন্ডাস্ট্রির আরও অনেকেই এই পোস্ট শেয়ার করেছেন। রাজ চক্রবর্তীও থাকবেন সব অভয়ার বিচার চেয়ে। সূত্রের খবর, শনিবার এই কর্মসূচীতে অংশ নেবেন নাট্যজগতের ব্যক্তিত্বরাও। গিরিশ মঞ্চ থেকে আর জি কর পর্যন্ত যাবেন তাঁরা। কথা বলবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।
প্রসঙ্গত, শুক্রবার সেন্ট জেভিয়ার্স-এর পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদী মিছিলে হেঁটেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীলরা। স্বাধীনতা দিবসের রাতে আর জি কর হাসপাতালে সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তীদের সঙ্গে জমায়েতে অংশ নিয়েছিলেন সোহিনী সরকার, শোভন গঙ্গোপাধ্যায়, শোলাঙ্কি রায়, অলিভিয়া সরকার-সহ আরও অনেকে। আরও একবার বাংলা সিনে ইন্ডাস্ট্রির সদস্যরা প্রতিবাদী অভিযানে যোগ দিচ্ছেন রবিবার বিকেল ৪টেয়।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.