Advertisement
Advertisement
RG Kar

‘রাজনৈতিক দলের তোষামোদ না করলেই…’ RG Kar-এ অপমানিত অপর্ণার পাশে অঞ্জন দত্ত

'মাথা উঁচু রাখুন', অপর্ণাকে পরামর্শ 'লজ্জিত' বন্ধু অঞ্জনের। কী বললেন?

RG Kar: Anjan Dutt on Aparna Sen facing humiliation
Published by: Sandipta Bhanja
  • Posted:August 15, 2024 9:16 pm
  • Updated:August 15, 2024 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে হাসপাতাল চত্বরে চূড়ান্ত অপমানিত হতে হয় অপর্ণা সেনকে (Aparna Sen)। দিন কয়েক আগেই বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণ নিয়ে চুপ থাকার কারণে প্রবীণ বিজেপি নেতা বিশিষ্ট অভিনেত্রীকে ‘মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবী’ বলে কটাক্ষ করেছিলেন। এদিকে মঙ্গলবার সরকারি ওই হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদ করতে গিয়ে ক্ষোবের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই মুহূর্ত শেয়ার করে নেটপাড়াতেও কাটাছেঁড়া চলে নিরন্তর। এমনকী সিনে ইন্ডাস্ট্রির তারকারাও তাতে অংশগ্রহণ করেছিলেন কেউ কেউ! এবার সেই প্রেক্ষিতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অপর্ণা সেনের পাশে দাঁড়ালেন বন্ধু অঞ্জন দত্ত (Anjan Dutt)।

মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’য় যোগ দিয়ে আর জি করে গিয়েছিলেন অপর্ণা সেন। সেখানে একদল ব্যক্তি তাঁকে চটিচাটা বুদ্ধিজীবী বলে কটাক্ষ করে বিক্ষোভ প্রদর্শন করে। অপর্মা যদিও এইপ্রসঙ্গে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে অঞ্জন দত্ত তাঁর হয়ে সরব হলেন। সোশাল মিডিয়াতেই অঞ্জন লেখেন, আর জি করে প্রতিবাদ করার সময় অপর্ণা সেন যে অসম্মানের সম্মুখীন হয়েছেন, তা দেখে আমি লজ্জিত। নেটপাড়ায় যে সব পোস্টে আপনার বক্তব্যকে কটাক্ষ করা হয়েছে, তাতে আমাদের কয়েক জন সহকর্মীর ‘লাইক’ দেখেও আমি স্তম্ভিত! অধিকাংশ রাজনৈতিক দলগুলির নীতি বলে যখন আর কিছু থাকে না তখন তারা বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যক্তিকে অপমান করে। বিশেষ করে, যাঁরা কোনও রাজনৈতিক দলকে তোষামোদ করেন না।

Advertisement

অঞ্জন দত্ত সাধারণত যে কোনও ইস্যুতেই খুব একটা প্রতিক্রিয়া দেন না, তবে এবার অপর্ণা সেনের জন্য মুখ খুললেন অভিনেতা-গায়ক। সহকর্মী অভিনেত্রীকে পরামর্শ দিয়ে অঞ্জন লিখলেন, “আমি আমার কাজের বাইরে কখনোই কোনও বিষয়ে খুব একটা সরব হইনি। এটা আমার স্বভাববিরুদ্ধ। কিন্তু আপনি সরব হন। তাই আমি আপনাকে সেই জন্য কুর্নিশ জানাই। আপনি মাথা উঁচু রাখুন। এই শহরে যথেষ্ট সংবেদনশীল, বুদ্ধিমান, সৎ মানুষ রয়েছেন, যাঁরা আপনার বক্তব্যের কদর করেন। আপনার সাহস ওই মানুষগুলোর প্রয়োজন, বিশেষ করে এমন অন্ধকার সময়ে।”

[আরও পড়ুন: মধুমিতাকে অশিক্ষিত বলে কটাক্ষ! পালটা ঋদ্ধির মা ‘রেশমি আন্টি’কে টেনে কড়া কথা নায়িকার]

প্রসঙ্গত, সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ ছবিতে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন জুটি বেঁধেছেন। সেই সহ-অভিনেত্রীর জন্যই কড়া ভাষায় নিন্দুকদের উদ্দেশে কলম ধরলেন এবার অঞ্জন। অপর্ণা সেনের উদ্দেশে লিখলেন, “আমি আপনাকে চিনি বলে গর্ববোধ করি। বছরের পর বছর ধরে যথাযথ কারণের জন্য আপনাকে সরব হতে দেখেছি। আপনার কণ্ঠস্বর এমন অসংখ্য মহিলার কাছে গুরুত্বপূর্ণ, যাঁরা এই সিস্টেমের জন্য ভুক্তভোগী, ভুগছেন এবং আগামীতেও ভুগবেন। আপনার কণ্ঠস্বর এমন অসংখ্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ, যাঁরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই কথাগুলো আপনাকে ব্যক্তিগতভাবেও বলতে পারতাম। কিন্তু যেহেতু জনসমক্ষে আপনাকে অপমান করা হয়েছে, তাই জবাবটাও প্রকাশ্যেই দিলাম।” শেষপাতে অঞ্জন এও উল্লেখ করে দেন যে, এই প্রতিবাদী পোস্টের সঙ্গে তাদের ছবির বা কাজের কোনও সম্পর্ক নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement