Advertisement
Advertisement

Breaking News

Tollywood Gossip

ফুটল বিয়ের ফুল! ব্যাচেলর-ব্রত ভেঙে গোপনে বিয়ে টলিনায়কের

পাত্রীর নাকি গানের সঙ্গে নিবিড় সংসার।

Reports: Tollywood lead actor got married secretly | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 9, 2023 8:14 pm
  • Updated:July 9, 2023 8:14 pm  

বিশেষ সংবাদদাতা: টলিপাড়ায় আবার বিয়ের ফুল ফুটেছে। এমনই খবর শোনা যাচ্ছে। বহুদিনের ব্যাচেলর-ব্রত ভেঙে নাকি এবার গোপনে বিয়ে পিঁড়িতে টলিনায়ক।

দেশি-বিদেশি বহু বান্ধবীর সঙ্গে এই নায়কের নাম জড়িয়েছে। কিন্তু বিয়ের নৌকো কখনও ঘাটে বাঁধা পড়েনি। তবে এবার জোর খবর সেই চিরযুবক নায়কের এতদিনে বিয়ের ফুল ফুটেছে। তাও এ শহরের বান্ধবীর সঙ্গেই। শোনা যাচ্ছে, পাত্রীর নাকি গানের সঙ্গেও নিবিড় সংসার। এক বিখ্যাত গায়কের ঘরণী ছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: জিমে শার্টলেস সেলফি দেবের, ছবি পোস্ট করেই জানালেন প্রস্তুতির কথা]

ভাবছেন তো পাত্রটি কে? তাহলে রইল আরও কয়েকটি ক্লু। ইদানীং বলিউডের একের পর এক ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। টলিউডেরও একের পর এক ছবিতে মুখ তিনিই। হাত পাকিয়েছেন পরিচালনাতেও। এতদিন শুধু প্রশ্ন ধেয়ে এসেছে তাঁর দিকে, কবে বিয়ে করছেন? আর দিনের পর দিন সেই প্রশ্নের বাউন্সার এড়িয়ে গিয়েছেন তিনি।

কিন্তু এবার বিয়েটা করেই ফেললেন তাঁর সঙ্গে, যাঁর সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাঁর নাম ছিল টলিপাড়ার চর্চায়। শোনা যাচ্ছে, পাত্রী দক্ষিণ কলকাতার বাসিন্দা। অর্থাৎ পাত্রের বাড়ি থেকে পাত্রীর বাড়ির দূরত্ব বেশি নয়। এবার নাকি সব দূরত্ব মুছে গিয়ে এক ছাদের তলাতেই সংসার পেতে ফেলেছেন তাঁরা, এবং তা কয়েকদিন আগেই। তবে পাত্র-পাত্রী দু’পক্ষের মুখেই এ নিয়ে কুলুপ।

[আরও পড়ুন: ‘গাঁটছড়া’-সহ তিন তিনটে সিরিয়াল থেকে বাদ! কী বলছেন অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement