Advertisement
Advertisement

Breaking News

Taapsee Pannu

বলিউডে ফের বিয়ের সানাই, এবার তাপসী পান্নুর ‘ফিউশন ওয়েডিং’!

কেমন হবে এই আয়োজন?

Reports: Taapsee Pannu to marry longtime BF Mathias Boe in Sikh-Christian fusion wedding | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 28, 2024 10:19 am
  • Updated:February 28, 2024 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ফের বিয়ের সানাই। রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভগনানির পর এবার নাকি ‘ডাঙ্কি’ শাহরুখের মান্নু অর্থাৎ তাপসী পান্নুর (Taapsee Pannu) পালা। শোনা যাচ্ছে, ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী। উদয়পুরে হবে ‘ফিউশন ওয়েডিং’।

Taapsee-Pannu-Mathias-Boe-1

Advertisement

কী এই ‘ফিউশন ওয়েডিং’? পাঞ্জাবি পরিবারের মেয়ে তাপসী। আর ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। ফলে বিয়েতে পাঞ্জাবি রীতি যেমন মানা হবে, তেমনই থাকবে খ্রিস্টান নিয়মের ছোঁয়া। দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটবে এই এলাহি আয়োজনে। সেই কারণেই এই থিমকে বলা হচ্ছে ‘ফিউশন ওয়েডিং’। সূত্রের খবর মানলে, বিয়েতে দুই পরিবারের কাছের মানুষরাই উপস্থিত থাকবেন। বলিউডের তেমন কাউকে দেখা যাবে না। কারণ তাপসী ও ম্যাথিয়াস ঘরোয়াভাবেই বিয়েটা সারতে চাইছেন।

[আরও পড়ুন: অনামিকায় আংটি, সোহিনীর সঙ্গে বাগদান সেরেছেন? জবাব দিলেন শোভন]

খেলা আর বিনোদুনিয়ার তারকাদের ঘর বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, যুবরাজ সিং-হেজেল কিচ, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে জাহির খান-সাগরিকা ঘাটগে — উদাহরণ একাধিক। সেই তালিকাতেই হয়তো এবার যুক্ত হতে চলেছে তাপসী আর ম্যাথিয়াসের নাম।

Taapsee-Pannu-Mathias-Boe-2

বহুদিন ধরেই তাপসী-ম্যাথিয়াসের প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রকাশ্যে এ বিষয়ে কেউ কখনও কিছু বলেননি। কিন্তু সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি একাধিকবার তাঁদের প্রেমের সাক্ষ্য দিয়েছে। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে একটি দলের মালকিন তাপসী। সেই সূত্রেই নাকি বোয়ের সঙ্গে তাঁর আলাপ। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। এবার বিয়ের পালা? সূত্রের খবর মানলে, মার্চেই বিয়ে সারছেন বলিউড অভিনেত্রী ও ব্যাডমিন্টন তারকা।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement