Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

ললিত কাণ্ড অতীত! ফের রোহমনের হাতে হাত সুস্মিতার, আবারও একসঙ্গে?

প্রি-দিওয়ালি পার্টিতেই নতুন করে শুরু প্রেমকাব্য!

Reports: Sushmita Sen and Rohman Shawl are officially back together again | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 8, 2023 12:11 pm
  • Updated:November 8, 2023 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ললিত মোদি কাণ্ডের স্মৃতিকে পিছনে ফেলে প্রাক্তন প্রেমিক রোহমন শলের কাছেই ফিরলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। প্রেমিকের হাতে হাত রেখে নতুন করে দিলেন সম্পর্কের জল্পনায় সিলমোহর। অভিনেত্রীর প্রি-দিওয়ালি পার্টির ছবি দেখার পর এমনটাই বলছেন নেটিজেনরা।

Sushmita-Rohman-1

Advertisement

গত বছরের শেষে কাশ্মীরি মডেল রোহমনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে খবরে আসেন সুস্মিতা। অভিনেত্রী জানিয়েছিলেন, রোহমনের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রোহমনের (Rohman Shawl) সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। এর মাঝেই ললিত মোদির সঙ্গে সুস্মিতার সম্পর্কের গুঞ্জন নিয়ে উত্তাল হয় সোশাল মিডিয়া।

[আরও পড়ুন: প্রসেনজিতের পরিচালনায় নটী বিনোদিনী কঙ্গনা! জল্পনা তুঙ্গে ]

এর মধ্যেই আবার হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করাতে হয় তাঁকে। এই সময়টা সুস্মিতার ছায়াসঙ্গী ছিলেন রোহমন। এমনকী, হাসপাতাল থেকে ফেরার পর সুস্মিতাকে সামলেছেন তিনি। অভিনেত্রীকে ধীরে ধীরে সুস্থ হতে সাহায্য করেছেন। শুটিং ফ্লোরে ফিরেছেন সুস্মিতা। ‘তালি’, ‘আরিয়া ৩’র জন্য প্রশংসা পেয়েছেন। তাই কঠিন সময়ে পাশে থাকা সঙ্গীকে বোধহয় ফের কাছে টেনে নিয়েছেন।
প্রি-দিওয়ালি এই পার্টিতে গোলাপি পাড়ের কালো ট্রান্সপারেন্ট শাড়ি পরে গিয়েছিলেন সুস্মিতা। রোহমনের পরনে ছিল সাদা কুর্তা আর জলপাই রঙের জ্যাকেট। রোহমনের হাত ধরেই হাসিমুখে পার্টি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন দুজন।

[আরও পড়ুন: হাসপাতালে জিনাত আমান, করাতে হল অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement