Advertisement
Advertisement

Breaking News

30th KIFF

কলকাতা চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান গৌতম ঘোষ! নয়া ভূমিকায় প্রসেনজিৎ?

এবার কোন ভূমিকায় দেখা যাবে সুপারস্টারকে?

Reports of Goutam Ghose to be the new chairman of 30th KIFF, Prosenjit Chatterjee will take co-chairman position
Published by: Suparna Majumder
  • Posted:July 22, 2024 9:09 pm
  • Updated:July 22, 2024 9:25 pm  

বিশেষ সংবাদদাতা: ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান থাকছেন না রাজ চক্রবর্তী। এমনটাই জানা গিয়েছিল। তাঁর বদলে এই দায়িত্ব কে সামলাবেন? টলিপাড়ায় জোর খবর, এবারে চেয়ারম্যানের এই পদে এবার দেখা যাবে টলিউডের অভিজ্ঞ পরিচালক গৌতম ঘোষকে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে কো-চেয়ারম্যান হিসেবে।

Prosenjit-Goutam
ফাইল ছবি

কলকাতা চলচ্চিত্র উৎসব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বড় কাছের। তাঁর আবেগ জড়িয়ে চলমান চিত্রের এই উৎসবের সঙ্গে। বুম্বাদা ছাড়া যে চলচ্চিত্র উৎসব ভাবতেই পারে না কেউ। শুধু কি তাই? অভিনেতার উপস্থিতিই ইন্ডাস্ট্রির ছোট থেকে বড় সকলের মনে সাহস জোগায়। গতবারও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। এবার কি নয়া ভূমিকায়?

Advertisement

[আরও পড়ুন: অল্প বয়সে যৌনতার কথা! মা-বাবার কাছে কী শুনতে হয়েছিল সুস্মিতাকে?]

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রসেনজিতের আপ্ত সহায়ক জানান, সুপারস্টার নিজের বাংলার এই উৎসবকে বড় ভালোবাসেন। যখন রাজ চক্রবর্তী চেয়ারম্যান ছিলেন, সবসময় তাঁর পাশে থেকেছেন। খুবই পছন্দ করেন উৎসব প্রাঙ্গনে যেতে। এমনকী সাত দিনই যদি সেখানে যাওয়ার সুযোগ থাকে সাত দিনই বুম্বাদা চলচ্চিত্র উৎসবে চলে যাবেন। ফলে, পদে যেই থাকুক না কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে প্রসেনজিৎ সবসময় আছেন ও থাকবেন।

শোনা গিয়েছে, গত বছরই এই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন রাজ। কিন্তু সেসময় তাঁর এই অনুরোধ মঞ্জুর হয়নি। এই বছরে হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পদ ছাড়ার খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমকে রাজ জানান, কোনও মান-অভিমানের জেরে তিনি এই পদ ছাড়েননি। একটানা ২৫ বছর ধরে চেয়ারপার্সন হিসেবে কাজ করে চলেছেন। এবারে একটু বিরতি চান। চেয়ারম্যান হিসেবে গৌতম ঘোষের নামে রাজও খুশি। তবে আনুষ্ঠানিক ঘোষণা মুখ্যমন্ত্রী করবেন বলেই খবর। এদিকে গৌতম ঘোষ বিদেশে রয়েছেন বলেই জানা গিয়েছে। 

[আরও পড়ুন: প্রসেনজিৎ-অনির্বাণের পুজোর ছবির নয়া পরিচালক, রাহুলের বদলে দায়িত্বে কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement