Advertisement
Advertisement
Dev Anand Juhu House

৪০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল দেব আনন্দের বাংলো! কী হবে সেখানে?

চার দশকেরও বেশি সময় কিংবদন্তি অভিনেতা এই বাংলোয় কাটিয়েছেন।

Reports: Juhu House of late legend Dev Anand Sold For ₹400 Crore | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 20, 2023 10:50 am
  • Updated:September 20, 2023 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দশকেরও বেশি যে বাংলোয় দেব আনন্দ (Dev Anand) তা বিক্রি হয়ে গেল। এমনই খবর শোনা যাচ্ছে। সূত্রের খবর মানলে, ৪০০ কোটি টাকার বিনিময়ে কিংবদন্তি অভিনেতার বাংলো কিনে নিয়েছে প্রোমোটার। আর সেখানে ২২ তলার একটি অভিজাত আবাসন গড়ে তোলা হবে।

Dev Anand house

Advertisement

জুহুর যে স্থানে দেব আনন্দের এই বাংলো রয়েছে, সেটি বেশ জনবহুল এবং লোকেশনও বেশ ভাল। বেঁচে থাকাকালীন, এই বাংলো নিয়ে কথা বলতে গিয়ে কিংবদন্তি অভিনেতা জানিয়েছিলেন, পাঁচের দশকের একেবারে শুরুতে তিনি জায়গাটি কিনেছিলেন। তখনও জুহু ছোট্ট একটি গ্রাম ছিল। প্রচুর গাছপালা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পালটে যায়।

[আরও পড়ুন: বিগ ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং! সেজে উঠছে রাঘব-পরিণীতির বাড়ি, বিয়ের প্রস্তুতি তুঙ্গে ]

নিরিবিলিতে থাকার জন্য যে বাংলো দেব আনন্দ তৈরি করেছিলেন, সেখানে এখন প্রচুর মানুষের যাতায়াত। সমুদ্র সৈকতেও মানুষের ভিড় লেগে থেকে। একসময় নাকি ডিম্পল কাপাডিয়া, মাধুরী দীক্ষিত দেব আনন্দের প্রতিবেশী ছিলেন। সে যাই হোক, দেব আনন্দের মৃত্যুর পর এই বাংলো বেশিরভাগ সময় খালি থাকত বলেই খবর।

Dev-Anand-image

অভিনেতার দুই ছেলে-মেয়ে। ছেলে সুনীল থাকেন আমেরিকায়, অন্যদিকে মেয়ে দেবিনা মা কল্পনা কার্তিককে নিয়ে উটিতে থাকেন। অনেক ভেবেচিন্তেই নাকি বাংলো বিক্রির সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন। এর আগে দেব আনন্দের স্টুডিও যখন বিক্রি হয়েছিল। প্রত্যেকে টাকার পাশাপাশি একটি করে ফ্ল্যাট পেয়েছিলেন। এবার নাকি তেমন ডিলই হয়েছে।

[আরও পড়ুন: এবার মাদাম তুসো মিউজিয়ামে ‘পুষ্পা রাজ’, লন্ডনে তৈরি হবে আল্লু অর্জুনের মোমের মূর্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement