সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের মঞ্চে ‘নাটু নাটু’ (Naatu Naatu) গান গাইবেন রাহুল সিপলিগুঞ্জ ও কাল ভৈরব। মার্চের শুরুতেই এই খবর প্রকাশ্যে এসেছিল। আর তখনই প্রশ্ন উঠেছিল। তাহলে কি ছবির দুই নায়ক রামচরণ ও জুনিয়র এনটিআরকে অস্কারের (Oscars 95) মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে? প্রশ্নের উত্তর মিলল এতদিনে।
শোনা গিয়েছে, ছবির দুই নায়ককে অস্কারের মঞ্চে দেখা যাবে না। তবে সুরকার এম এম কিরাবাণী অস্কারের জন্য ‘RRR’ ছবির গানের যে অ্যারেঞ্জমেন্ট করেছেন তাতে রামচরণ (Ram Charan) ও এনটিআরের বদলে নাচবেন লস অ্যাঞ্জেলসের একটি নাচের দল। প্রায় আড়াই মিনিট ধরে চলবে বিশেষ এই পারফরম্যান্স।
২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর (Jr NTR)। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি ৯৫তম অস্কারের জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।
গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে এমএম কিরাবনী সুরারোপিত ‘নাটু নাটু’। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবার অস্কারের পালা। তা যদি জুটে যায়, তাহলেই ষোলকলা পূর্ণ। অবশ্য পারফর্ম না করলেও ডলবি থিয়েটারের দর্শকাসনে দুই তেলুগু সুপারস্টার পরিচালক রাজামৌলির পাশে উপস্থিত থাকবেন বলেই খবর। বেশ কিছুদিন আগেই মার্কিন মুলুকে পৌঁছে গিয়েছিলেন রামচরণ। সেখানে ছবির প্রচার করছেন তিনি। সূত্রের খবর, জুনিয়ার এনটিআরও সময়ের আগে পৌঁছে যাবেন অস্কারে অংশগ্রহণ করতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.