Advertisement
Advertisement
Alia Bhatt

‘রকি’র রানি হয়ে সাফল্য, এবার কার ‘দুলহনিয়া’ হতে চলেছেন আলিয়া?

হলিউড-বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।

Reports: After 'Rocky' Ranveer Singh Alia Bhatt to reunite with this Bollywood Hero | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 1, 2023 9:09 pm
  • Updated:August 1, 2023 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে ‘হার্ট অফ স্টোন’ পেতে করেছেন অ্যাকশন, বলিউডে হয়েছেন ‘রকি’ রণবীর সিংয়ের মিষ্টি বাঙালি প্রেমিকা রানি। সাফল্যের মধ্যগগনে আলিয়া ভাট (Alia Bhatt)। এবার কী করতে চলেছেন? বি-টাউনে জোর গুঞ্জন, আবারও ক্যামেরার সামনে ‘দুলহনিয়া’ হতে চলেছেন অভিনেত্রী।

Review of Rocky Aur Rani Kii Prem Kahaani

Advertisement

কার ‘দুলহনিয়া’? আলিয়া অনুরাগীরা আন্দাজ হয়তো করে ফেলেছেন। হ্যাঁ, সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে আরও একবার বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। বরুণের সঙ্গেই করণের ‘স্টুডেন্ট’ হয়ে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। তারপর জুটি বাঁধেন ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে।

[আরও পড়ুন: ফের পুরুষদের মন কাড়তে হাজির পূজা, ‘ড্রিম গার্ল ২’র ট্রেলারে ‘লাস্যময়ী’ আয়ুষ্মান]

শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’য় অভিনয় করেছিলেন বরুণ-আলিয়া। ছবি সুপারহিট। তারপর শশাঙ্কের পরিচালনাতেই মুক্তি পায় ‘বদরিনাথ কি দুলহনিয়া’। সে ছবিও সাফল্য পেয়েছে। শোনা যাচ্ছে, এবার এই ‘দুলহনিয়া’ সিরিজের তৃতীয় ছবি আসতে চলেছে।

এক সাক্ষাৎকারে একথা বরুণ স্বীকারও করে নিয়েছেন। অভিনেতা নাকি জানিয়েছেন, তিনি ও আলিয়া আবারও শশাঙ্কের পরিচালনায় জুটি বাঁধতে তৈরি। তবে পরিচালক ভাল গল্প দর্শকদের উপহার দিতে চান। তাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই হয়তো শুটিং ফ্লোরে নামবেন শশাঙ্ক। নায়ক-নায়িকা এক্কেবারে তৈরি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

[আরও পড়ুন: ফের হুমকি! ‘বিগ বস’ প্রতিযোগী এলভিসকে ভর্ৎসনা করে গ্যাংস্টারের নিশানায় সলমন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement