সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের মাঝেই জীবনাবসান খ্যাতনামা অভিনেতা রঞ্জিত চৌধুরির। ১৫ এপ্রিল অর্থাৎ বুধবার প্রবীণ অভিনেতা তাঁর মার্কিন মুলুকের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। ‘খুবসরত’, ‘খাট্টা মিঠা’, ‘বাতো বাতো মে’র মতো একাধিক ক্লাসিক বলিউড ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গেও। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউড ইন্ডাস্ট্রিতে।
জনপ্রিয় পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘খুবসরত’, বাসু চট্টোপাধ্যায়ের ‘বাতো বাতো মে’, ‘খাট্টা মিঠা’য় রঞ্জিতের অভিনয় অবিস্মরণীয়। উল্লেখ্য, পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের ‘খাট্টা মিঠা’ দিয়েই বলিউডে অভিনয়জীবনের শিকে ছিঁড়েছিলেন রঞ্জিত। সেই সিনেমায় রঞ্জিত অভিনীত রশি মিস্ত্রির অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। ‘বাতো বাতো মে’ সিনেমায় টিনা মুনিমের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছেন স্বনামধন্যা পরিচালক দীপা মেহেতা এবং মীরা নায়ারের সঙ্গেও। দীপা মেহেতার ‘ফায়ার’ এবং ‘শ্যাম অ্যান্ড মি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, মীরা নায়ারের মিসিসিপি মশালা ছবিতেও তাঁর অভিনয়ে বহুল প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, তাঁর অভিনয় যে শুধু বলিউড ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ, এমনটা নয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই মার্কিন মুলুকে পাড়ি দেন রঞ্জিত চৌধুরি। জনপ্রিয় মার্কিন সিরিজ ‘প্রিজন ব্রেক’-এ ডক্টর মারভিন গোডাটের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
[আরও পড়ুন:করোনা মোকাবিলায় আক্রমণের শিকার স্বাস্থ্যকর্মী-পুলিশরা, তীব্র প্রতিবাদ জানালেন সলমন খান]
তাঁর মা ছিলেন অভিনেত্রী পার্ল পদমসি, যাঁকে বলিউডের একাধিক ছবিতে দেখা গিয়েছে। বুধবার রঞ্জিতের বোন রায়েল পদমসি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই শোকসংবাদ প্রকাশ্যে আনেন। বলিউডে তাঁর শেষ সঞ্জয় গুপ্তার ‘কাঁটে’।
Very Sad to hear about #RanjitChowdhry – was a big fan of his films – Great comic timing & Good actor. khatta Metha, khubsoorat, lonely in America, Sam and me. He was also the first ever judge, in our Show Naya Andaz in New Jersey in 1993.#RIP
— rahul dholakia (@rahuldholakia) April 16, 2020
#RanjitChowdhry RIP! pic.twitter.com/imTzLQAnn5
— Aseem Chhabra (@chhabs) April 15, 2020
Miss him – a real loss. https://t.co/1fx0kpth38
— Deepa Mehta (@IamDeepaMehta) April 16, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.