Advertisement
Advertisement

Breaking News

আশুতোষ ভাকরে

সুশান্তের মতোই পরিণতি! আরও এক অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার মুম্বইয়ে

আত্মহত্যার কারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন আগের দিন!

Renowned Marathi actor Asutosh Bhakre committed suicide

ছবি: প্রতীকী

Published by: Sandipta Bhanja
  • Posted:July 30, 2020 1:43 pm
  • Updated:July 30, 2020 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অনুরাগীরা। আর এর মাঝেই সুশান্তের মতোই আরও এক অভিনেতার ঝুলন্ত দেহ মিলল তাঁর ফ্ল্যাটে। আত্মঘাতী জনপ্রিয় মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে। ইতিমধ্যেই অভিনেতা মৃত্যুর কারণ অনুসন্ধানে জোরকদমে লেগে পড়েছে মহারাষ্ট্র পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অবসাদে ভুগেই আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে ৩২ বছর বয়সে কোন কারণ অভিনেতাকে এমন চরম সিদ্ধান্তের মুখে ঠেলে দিল, সেটাই ভাবিয়ে তুলেছে পুলিশকে।

বুধবার মহারাষ্ট্রের নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে (Asutosh Bhakre)। সূত্রের খবর, বুধবার সন্ধে নাগাদ অভিনেতা নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। নানদেড়ের গণেশ নগর এলাকায় তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে আশুতোষকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর মা-বাবা। এরপরই পুলিশের খবর দেন তাঁরা। তবে কোনও রকম সুইসাইড নোট এখনও অবধি মেলেনি ওই ঘর থেকে। উপরন্তু অভিনেতার বাবার সঙ্গে মহারাষ্ট্র পুলিশ কথা বললেও তিনিও কাউকে দায়ী করেননি ছেলের মৃত্যুর জন্য।

Advertisement

[আরও পড়ুন: ‘রিয়া ভীষণ অত্যাচার করত, সম্পর্ক থেকে বেরতে চাইছিল সুশান্ত!’, পুলিশের কাছে বিস্ফোরক অঙ্কিতা]

তবে মৃত্যুর আগের দিনই আশুতোষ ভাকরে একটি ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেটা দেখে পরিষ্কার যে অবসাদে ভুগছিলেন তিনি। কোনও মানুষ কোন পরিস্থিতিতে পড়ে কিংবা কেন নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, ভিডিওটিতে সেই বিষয়েই আলোচনা করছিলেন তিনি। অবসাদের জেরে আশুতোষ কোনও চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন কিনা কিংবা ওষুধ খাচ্ছিলেন কিনা, সে বিষয়েও জানা যায়নি কিছু। পাশাপাশি আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এপ্রসঙ্গে পুলিস ইন্সপেক্টর অনন্ত নারুথে জানিয়েছেন, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ আশুতোষ ভাকরের মৃত্যুর খবর আসে। নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গেও বলা হয়েছে কথা। তবে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি। ফলে সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে বলে খবর।

[আরও পড়ুন: প্রথম দিনই প্রায় ১০ কোটি দর্শক, হলে মুক্তি পেলে দু’হাজার কোটির ব্যবসা করত সুশান্তের ‘দিল বেচারা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement