Advertisement
Advertisement

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার, প্রয়াত পরিচালক কল্পনা লাজমি

শোকস্তব্ধ বলিউড৷

Renowned Filmmaker Kalpana Lajmi dies
Published by: Sayani Sen
  • Posted:September 23, 2018 10:24 am
  • Updated:September 23, 2018 10:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত পরিচালক কল্পনা লাজমি৷ রবিবার ভোরে মুম্বইয়ের এক হাসপাতালে মারা যান তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চৌষট্টি বছর৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে৷

ষাটের গণ্ডি পেরিয়েছিলেন মাত্র বছর চারেক আগে৷ কর্কট রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে৷ মানসিক অবসাদে ভুগছিলেন বলিউডের অন্যতম নামী পরিচালক কল্পনা লাজমি৷ চিকিৎসা চলছিল৷ তাতেও লাভ হয়নি৷ কিডনি থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছিল ক্যানসার৷ বিপদের দিনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন সকলেই৷ কল্পনা লাজমিকে অর্থ সাহায্য করেছিলেন আমির খান, সলমন খান, করণ জোহর, আলিয়া ভাট৷ কিন্তু শেষের দিকে চিকিৎসায় আর সাড়া দিচ্ছিলেন না তিনি৷ ধীরে ধীরে চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন কল্পনা৷ শেষপর্যন্ত রবিবার প্রয়াত হলেন বলিউডের এই নামী পরিচালক৷ বিকেলেই শেষকৃত্য হবে জানিয়েছেন প্রয়াত পরিচালকের ভাই দেব লাজমি৷

Advertisement

[ইশা আম্বানির বাগদানে চাঁদের হাট, নজর কাড়লেন নিক-প্রিয়াঙ্কা]

নক্ষত্রপতনে শোকস্তব্ধ বলিমহল৷ চোখের জল বাঁধ মানছে না কারও৷ কাছের মানুষকে হারিয়ে টুইটে শোকপ্রকাশ করেছেন  হুমা কুরেশি, সোনি রাজদান মতো অনেকেই৷

 

[সত্যকামের তৃষ্ণা আর সত্যান্বেষীর রহস্যসন্ধান নিয়ে প্রকাশ্যে ‘ব্যোমকেশ গোত্র’-র ট্রেলার]

প্রখ্যাত চিত্রশিল্পী ললিতা লাজমির মেয়ে কল্পনা৷ ১৯৭৮ সালে রূপোলি জগতে পা রাখেন তিনি৷ শ্যাম বেনেগালের সহকারী হিসাবে কাড শুরু করেন কল্পনা লাজমি৷ পরবর্তীকালেই নিজেই স্বাধীনভাবে সিনেমা পরিচালনা করতে শুরু করেন৷ ‘রুদালি’, ‘কৌন’-র মতো উল্লেখযোগ্য ছবির পরিচালক ছিলেন কল্পনা৷ ‘চিঙ্গারি’ সিনেমায় কাজ করেছেন  মিঠুন চক্রবর্তী ও সুস্মিতা সেন৷ শুধু সিনেমা পরিচালনাই নয়,  কলমের ছোঁয়ায় ধরে রেখেছিলেন নিজের দাপট৷ চল্লিশ বছর বয়সে তাঁর লেখা একটি বইও প্রকাশিত হয়৷ ‘ভূপেন হাজারিকা-অ্যাস আই নো হিম’ -এই বইটিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement