Advertisement
Advertisement

প্রয়াত জনপ্রিয় পরিচালক সঙ্গীত শিবন

জনপ্রিয় পরিচালক তথা সিনেম্যাটোগ্রাফারের প্রয়াণে শোকস্তব্ধ সিনেজগৎ।

Renowned film maker Sangeeth Sivan passes away
Published by: Sandipta Bhanja
  • Posted:May 8, 2024 6:54 pm
  • Updated:May 8, 2024 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় পরিচালক তথা সিনেম্যাটোগ্রাফার সঙ্গীত শিবন (Sangeeth Sivan) প্রয়াত। মালয়ালম এবং হিন্দি সিনেমার ইতিহাসে তাঁর অবদান অপরিসীম। বুধবারই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত শিবন।

জানা গিয়েছে, মুম্বইতে এক বেসরকারি হাসপাতালে দিন কয়েক ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত শিবন। যদিও ঠিক কী কারণে পরিচালক তথা সিনেম্যাটোগ্রাফারের মৃত্যু হয়েছে, সেই কারণ এখনও জানা যায়নি। সঙ্গীত শিবনের ফিল্মি কেরিয়ারের দ্বিতীয় ছবি ‘যোদ্ধা’ ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক। সিনেসমালোচকদের কলমেও তাঁর সিনেমা দারুণ প্রশংসিত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পেটের জ্বালায় রোল বেচছে পিতৃহারা ১০ বছরের ছেলে, পড়ানোর দায়িত্ব নিলেন অর্জুন কাপুর]

পরিচালনার পাশাপাশি নিজের বেশ কিছু সিনেমার জন্য চিত্রনাট্যও লিখেছেন সঙ্গীত শিবন। হিন্দিতে তাঁর শেষ ছবি ‘ভ্রম’। কেরিয়ারের গোড়ার দিকেই দক্ষিণাত্যভূম ছেড়ে মুম্বইতে চলে আসেন পরিচালক। জনপ্রিয় সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের বড় দাদা তিনি। পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকেই সিনেমা নিয়ে পড়াশোনা করেন। মালয়ালম পরিচালক পদ্মারাজন এবং ভারাথনের বড় ভক্ত ছিলেন সঙ্গীত শিবন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১। তাঁর এই অকালপ্রয়াণে শোকের ছায়া ভারতীয় সিনেজগতে।

[আরও পড়ুন: ‘মেট গালা’য় হাঁটতে ৬৩ লক্ষর টিকিট কেটেছেন আলিয়া ভাট! নেপথ্যের ‘গল্প’ জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement