Advertisement
Advertisement

Breaking News

‘টি-শার্ট খোল, আমি তোমায় স্টার বানিয়ে দেব’, কাকে বলেছিলেন সলমন?

ব্যাপারটা কী?

‘Remove your t-shirt, I’ll make you star’, says Salman
Published by: Bishakha Pal
  • Posted:March 17, 2019 5:18 pm
  • Updated:March 17, 2019 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাস্টিং কাউচ বলিউডের অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। রোজ রোজ নবাগতদের সঙ্গে নতুন নতুন ঘটনা ঘটে বলিউডে। তার কিছু সামনে আসে, কিছু আসে না। কিন্তু কখনও খান খানদানের কারওর উপর আঙুল ওঠেনি। গুঞ্জন যে একেবারেই নেই, তা নয। কিন্তু সরাসরি তাঁরা কেউ কাউকে অশালীন প্রস্তাব দিয়েছেন বলে শোনা যায়নি। কিন্তু সম্প্রতি সলমনের নামে এমন একটি কথা ফাঁস হয়েছে, যা শুনে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছেন। তবে শেষে অবশ্য জানা গেল, কাস্টিং কাউচ নয়। নিতান্তই সদুপদেশ দিয়েছিলেন ভাইজান।

রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, ইরফান খান, অদিতি রাও হায়দারি, রাধিকা আপ্টে, সুরভিন চাওলার মতো অনেকে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন। রণবীর সিং, আয়ুষ্মান খুরানা বলেছিলেন তাঁদের কাছে অফার এসেছিল বলিউডে কাজ পেতে গেলে বিছানায় যেতে হবে। তাও আবার সমলিঙ্গের কোনও মানুষের সঙ্গে। বলাই বাহুল্য সেই নির্দিষ্ট মানুষের থেকেই এসেছিল প্রস্তাব। কিন্তু বলিউডে নায়িকাদের আরও মারাত্মকভাবে কাস্টিং কাউচের শিকার হতে হয়। স্ট্রাগলের সময় সুরভিন চাওলা, অদিতি রাও হায়দারির মতো অনেককেই বলেছিলেন, ছবির প্রযোজকরা তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কখনও সরাসরি, কখনও হাবেভাবে। কিন্তু কখনও সলমন খানের উপর আঙুল ওঠেনি। ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানকে জড়িয়ে তরজা চললেও গায়ে দাগ লাগেনি সলমন বা শাহরুখের। কিন্তু সম্প্রতি এক অভিনেতা বলেছেন, সলমন নাকি তাঁকে টি-শার্ট খুলতে বলেছিলেন।

Advertisement

চুমু খেলেন কার্তিক-সারা? নেটদুনিয়ায় ভাইরাল ছবি ]

অভিযোগকারী ব্যক্তি ‘নোটবুক’-এর অভিনেতা জাহির ইকবাল। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে তাঁর। তিনি সম্প্রতি বলেছেন, “গত ৬ বছরে এমন কোনও দিন ছিল না যেদিন আমি ভাইজানের সঙ্গে ছিলাম না। এটাই আমার জীবনের সবচেয়ে বড়। আমি প্রত্যেক দিন সলমন খানের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতাম।” এমন নাছোড়বান্দা ভক্তকে দেখে বোধহয় খারাপ লেগেছিল সলমানের। তাই তিনি জাহিরের সঙ্গে দেখা করেন। তখনই বলেন, ‘টি-শার্ট খোল, বডি বানাও। আমি তোমাকে স্টার বানিয়ে দেব।’

দোলে ভাং খাওয়ার অভিজ্ঞতা কেমন, শেয়ার করলেন সেলেবরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement