Advertisement
Advertisement

Breaking News

Remo D'Souza

অসুস্থ শরীরও সাড়া দিচ্ছে নাচের ছন্দে! হাসপাতাল থেকে রেমোর ভিডিও পোস্ট করলেন স্ত্রী

কেমন আছেন কোরিওগ্রাফার-পরিচালক?

Remo D'Souza dances with feet after suffering a Heart Attack, Wife Lizelle shares video on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 14, 2020 8:20 pm
  • Updated:December 14, 2020 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেই থেকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি। এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। শোনা গিয়েছে, হার্টে ব্লক থাকায় অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। এমন পরিস্থিতিতেও নাচের সঙ্গ ছাড়েননি কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’স্যুজা (Remo D’Souza)। হাসপাতালে বসেই গানের ছন্দে নড়ছে তাঁর পা। হাসপাতাল থেকে স্বামীর এই ভিডিও শেয়ার করেছেন লিজেল ডি’স্যুজা (Lizelle D’Souza)। ক্যাপশনে লিখেছেন, “পা দিয়ে নাচ করা এক ব্যাপার আর হৃদয় দিয়ে নাচ করা আরেক। সকলের প্রার্থনা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ রেমো ডি’স্যুজা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Liz (@lizelleremodsouza)

Advertisement

[আরও পড়ুন: বিজ্ঞাপনের শুটিংয়ে উন্মুক্ত বেবি বাম্প, নেটদুনিয়ায় ভাইরাল অন্তঃসত্ত্বা করিনার ছবি]

গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন বলিউড তারকা। সঙ্গে সঙ্গে তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে শোনা গিয়েছিল, বলিউড তারকার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে আইসিউতে রাখা হয়েছে। কিন্তু পরে সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়। রেমোর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে ICU’তে রাখা হয়নি। খবর প্রকাশের পর থেকেই রেমোর আরোগ্য কামনা করেন বলিউড তারকারা। তাঁর সুস্থতা কামনা করে টুইট করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

নাচের প্রতি প্রেমই মুম্বইয়ে টেনে এনেছিল রেমোকে। বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওয় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ক্যামেরার সামনে আসেন রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক হিসেবে। মিঠুন চক্রবর্তীর অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’র মাধ্যমে পরিচালনায় আসেন রেমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’ সিরিজ, ‘আ ফ্লাইং জট’, সলমন খান অভিনীত ‘রেস থ্রি’, বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার 3D’র মতো সিনেমা পরিচালনা করেন।  পরিচালক হিসেবে কখনও সাফল্য পেয়েছেন, কখনও পাননি। তবে সিনেমার মধ্যেও নাচের প্রতি নিজের ভালবাসার কাহিনি বারবার তুলে ধরেছেন রেমো। তা প্রতিফলিত হয়েছে তাঁর ‘ডান্স প্লাস’ রিয়ালিটি শোয়েও।

[আরও পড়ুন: প্রিয় হিরের দুলটি হারিয়েছেন বিমানবন্দরে, খুঁজে পেতে টুইটারে সাহায্য চাইলেন জুহি চাওলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement