Advertisement
Advertisement

‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ফিরিঙ্গিকে চিনতে পারছেন কি?

ছবি মুক্তির অপেক্ষায় দর্শকরা৷

Released motion poster to reveal Aamir Khan's look in Thugs of Hindostan
Published by: Sayani Sen
  • Posted:September 24, 2018 8:00 pm
  • Updated:September 24, 2018 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সিনেমাতেই নানা রূপে ধরা দেন তিনি৷ নিজেকে ভেঙে গড়ে নতুন নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হওয়াই তাঁর লক্ষ্য৷ এবারও একই ঘটনা ঘটল৷ এবার তিনি ফিরিঙ্গির সাজে দর্শকদের মন জয় করতে বদ্ধপরিকর৷ ‘ঠাগস অফ হিন্দোস্তানে’ বিগ বি, ফতিমা সানা শেখ, লয়েড ওয়েন, সুরাইয়ার পর এবার ফিরিঙ্গির মোশন পোস্টার প্রকাশ্যে এল৷ এই সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই৷ মিস্টার পারফেকশনিস্টের লুকের পর মোশন পোস্টার সিনে-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে৷

 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

और इ हैँ हम, फिरंगी मल्लाह. हम से ज्यादा नेक इन्सान इस धरती पे कहीं नहीं मिलेगा आपको. सच्चाई तो हमरा दूसरा नाम है, और भरोसा हमरा काम. दादी कसम !!! #ThugsOfHindostan | @yrf | @tohthefilm | @amitabhbachchan | @katrinakaif | @fatimasanashaikh

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

[ফাঁস আমির-ক্যাটরিনার ‘ঠাগস অফ হিন্দোস্তান’ লুক, তোলপাড় নেটদুনিয়া]

পরনে সবুজ রংয়ের ফিরিঙ্গি জ্যাকেট, মাথায় লাল টুপি, চোখে চশমা, কোমরে সুরার পাত্র৷ এই পোশাকেই ঘোড়ার পিঠে চড়ে সেলাম করতে করতে ঢুকছেন তিনি৷ তাঁর লুক দেখে চমকে গিয়েছেন সকলেই৷ আমির খানের এই লুক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনাও৷ নিজেই সোশ্যাল সাইটে এই পোস্টার প্রকাশ করেন আমির৷ তিনি লেখেন, ‘‘আমি হলাম ফিরিঙ্গি, আমার মতো মানুষ এই পৃথিবীতে আর কোথাও পাবেন না। ‘সত্যি’ হল আমার দ্বিতীয় নাম। আর ভরসা দেওয়াই আমার কাজ। ঠাকুমার নামে শপথ করে বলছি!!!’’

[বাবা হলেন নীল, কন্যাসন্তানের জন্ম দিলেন রুক্মিণী]

মিস্টার পারফেকশনিস্ট সোশ্যাল সাইটে যে ভিডিওটি ব্যবহার করেছেন সেটিতে প্রথমে একটি জাহাজ দেখানো হয়েছে৷ ব্রিটিশ পতাকা থেকে বিস্ফোরণের পর ফিরিঙ্গির কোমরে ঝোলানো ওই সুরার বোতলে শেষ হয় ভিডিওটি৷ এই পোস্টার থেকে ‘‘ঠাগস অফ হিন্দোস্তান’’-এ তাঁর চরিত্রের কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন সিনে অনুরাগীরা৷ ছবি মুক্তি ৮ নভেম্বর৷ একে একে সকলের লুক ইতিমধ্যেই মন কেড়েছে৷ তাই কত তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারেন, সেই অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন দর্শকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement