সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলের দর্শকদের জন্য বছরভর বিনোদনের সম্ভার সাজিয়ে রাখছে প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। রবিবার, ছুটির দিন সেই রিলিজের তালিকা জানিয়ে দেওয়া হল। ‘দ্য একেন’ দিয়ে শুরু হচ্ছে, শেষে থাকছে ‘হত্যাপুরী’।
১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘দ্য একেন’ (The Eken)। ‘ব্যোমকেশ’, ‘ফেলুদা’ ঘরানা থেকে একেবারে অন্য পথে হেঁটে গত কয়েক বছরে নিজের ফ্যান ফলোয়িং দারুণ বাড়িয়ে ফেলেছে ‘একেনবাবু’। নাম ভূমিকায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীও সুপারহিট। ওটিটির এই গোয়েন্দাকে বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। বরাবরের মতো এবারও ‘একেন বাবু’র গল্প লিখছেন সুজন দাশগুপ্ত। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। ছবির সংগীতের দায়িত্বে থাকছেন জয় সরকার। আর গান লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য।
থ্রিলার ছেড়ে এবার কলেজ প্রেমের গল্প বলতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ১৩ মে মুক্তি পাবে X=Prem। অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস ও মধুরিমা বসাক। ছবিতে অনিন্দ্যের সঙ্গে জুটি বাঁধবেন শ্রুতি দাস। অন্যদিকে অর্জুনের বিপরীতে দেখা যাবে মধুমিতা বসাককে।
বিয়ের পর মেয়েদের কি পদবি পালটে ফেলা উচিত? প্রশ্ন তুলবে মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘কুলের আচার’ (Kuler Achaar)। সুদীপ দাস পরিচালিত ছবিতে মধুমিতার চরিত্রের নাম ‘মিঠি’, অন্যদিকে বিক্রম হচ্ছেন ‘প্রীতম’। মিঠির শাশুড়ির চরিত্রে বহুদিন পর বড়পর্দায় পাওয়া যাবে ইন্দ্রাণী হালদারকে। ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তাঁর। ইন্দ্রাণীর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন নীল (সুজন) মুখোপাধ্যায়। ৩ জুন মুক্তি পাবে ছবিটি।
অরিন্দম শীলের পরিচালনায় জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১ জুলাই মুক্তি পাচ্ছে ‘খেলা যখন’ (Khela Jawkhon)। প্রথমে মিমির বিপরীতে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে পরমব্রত চট্টোপাধ্যায়কেই মিমির বিপরীতে রাখেন পরিচালক অরিন্দম। মনস্তত্বের জটিল গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক।
ফের ব্যোমকেশ-রূপে (Byomkesh) আবির্ভাব ঘটতে চলেছে আবির চট্টোপাধ্যায়ের। সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার। নতুন ছবিতে অজিত হিসাবে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। এই ছবির মাধ্যমেই চতুর্থবারের জন্য ব্যোমকেশের ছবি হাতে নিচ্ছেন পরিচালক অরিন্দম শীল। ‘এসভিএফ’ ও ‘ক্যামেলিয়া প্রোডাকশনসে’র যৌথ প্রযোজনায় ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ আসছে!’।
বড়পর্দায় আবার ‘সোনাদা’ হয়েও ফিরছেন আবির চট্টোপাধ্যায়। এবার ‘কর্ণসুবর্ণের গুপ্তধনে’র (Karna Subarner Guptodhon) সন্ধান পেতে মরিয়া ইতিহাসের অধ্যাপক। সঙ্গী আবির (অর্জুন চক্রবর্তী) ও ঝিনুক (ইশা সাহা) জুটি। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি। এবারের ছবি আরও বেশি লার্জার দ্যান লাইফ হবে। থাকবে ভরপুর বাঙালিয়ানা। জানান পরিচালক।
সিরিজের পর এবার সিনেমার পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। বাদল সরকারের নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে ছবি তৈরি করছেন অভিনেতা-পরিচালক। ২১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। প্রতীক দত্তর সঙ্গে জুটি বেঁধে ছবির চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ। ছবির সংগীতের দায়িত্বে থাকছেন শুভদীপ গুহ ও দেবরাজ ভট্টাচার্য।
এবার পুরীর সৈকতে রহস্যের সন্ধানে যাবে ফেলুদা, তোপসে ও জটায়ু। ছবির নাম ‘হত্যাপুরী’ (Hatyapuri)। বাবা সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করছেন সন্দীপ রায়। তিন আইকনিক চরিত্রে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ছবিটি মুক্তি পাচ্ছে বড়দিনের ঠিক আগে ২৩ ডিসেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.