সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জীবন কাহিনি। ‘ম্যায় অটল হু’র প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। ‘অবিকল যেন বাজপেয়ী!’ ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর এমনই মত ছিল নেটিজেনদের। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। জানিয়ে দেওয়া হল ছবির মুক্তির তারিখ।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন বাজপেয়ী। প্রথম দফায় মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন ১৯৯৮ সালে। একটানা ২০০৪ সাল পর্যন্ত তাঁরই প্রধানমন্ত্রিত্বে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল বিজেপি তথা এনডিএ জোট। এই দীর্ঘ সময় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাজপেয়ী। তাঁর সময়ের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কার্গিল যুদ্ধ।
এমন মানুষের চরিত্রে অভিনয় করতেই কৃচ্ছসাধন করেছেন পঙ্কজ। শুটিংয়ের সময় টানা ৬০ দিন খিচুড়ি খেয়েছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন একথা। কেন এমন কাজ? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেতা জানান, পেট ভালো থাকলে চরিত্রে ভালোভাবে মনোসংযোগ করা যায়। তাই বাইরের কারও উপর ভরসা না রেখে তিনি নিজেই কম তেল ও মশলা দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছিলেন তিনি।
রাজনীতির পাশাপাশি সাহিত্য জগতেও বাজপেয়ীর বিচরণ ছিল। মনে করা হচ্ছে, সেই বিষয়ও উঠে আসবে ‘ম্যায় অটল হু’ সিনেমায়। বিনোদন ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালীর প্রযোজনায় ‘ম্যায় অটল হু’ পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রবি যাদব। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.