Advertisement
Advertisement

Breaking News

Sushant Singh Rajput

পাটনায় পথ দুর্ঘটনার কবলে সুশান্ত সিং রাজপুতের পরিবার, মৃত ৬

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুশান্তের ভগ্নীপতিরও।

Relatives of Bollywood Actor Sushant Singh Rajput Killed in road accident | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 16, 2021 2:11 pm
  • Updated:November 16, 2021 10:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর শোক এখনও সামলে উঠতে পারেননি অভিনেতার পরিবারের লোকজন। তারই মধ্য়ে ফের পরিবারে এল মৃত্যুর খবর। মঙ্গলবার ভয়ানক এক গাড়ি দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৫ আত্মীয় মারা গিয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের ভগ্নীপতি লালজিৎ সিংয়েরও। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে সুশান্তের দুই ভাগ্নেরও। 

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা ১৫ নাগাদ  একটি টাটা সুমো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। এই সুমো গাড়িতেই ছিলেন সুশান্ত সিং রাজপুতের আত্মীয়রা। জানা গিয়েছে, পরিবারের ৫ সদস্য ছাড়াও দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের। আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । সূত্রের খবর অনুযায়ী, এদিন পরিবারের এক সদস্যের শেষকৃত্যে অংশ নিতেই পাটনা গিয়েছিলেন তাঁরা। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বিহারের লখিসরাই জেলায় ।

Advertisement

[আরও পড়ুন: গলায় বোতল, পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে গিয়েই বিপত্তি! কান মলা খেলেন মীর ]

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলায় বেশিরভাগ গাড়িই দ্রুত গতিতে চলে। তার উপর ঘনকুয়াশা থাকার কারণে গাড়ি প্রায় দেখাই যায় না। পুলিশের অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় মৃতের তালিকায় নাম রয়েছে, রামচন্দ্র সিং, বেবি দেবী, অনিতা দেবী, প্রীতম কুমারের। চিকিৎসা চলছে আহতদের। 

[আরও পড়ুন:  জীবনের সবচেয়ে ‘প্রিয় বন্ধু’ বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement