সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সত্তর ছুঁইছুঁই… তবে জৌলুস এতটুকু কমেনি। তিনি এভারগ্রিন রেখা। বলিউডের চিরতরুণী নায়িকা। তাঁর জীবনও রহস্যময়। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে রেখার একাধিক প্রেমকাহিনি। কখনও অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক চায়ে পে চর্চার কারণ হয়ে উঠেছে, আবার কখনও বা বিনোদ মেহেরার সঙ্গে তাঁর বিয়ের রটনা বহু মুখরোচক গল্পের সৃষ্টি করেছে। একাধিকবার সাক্ষাৎকারে বলিউড মেগাস্টার শাহেনশাকে নিয়ে তাঁর স্পর্শকাতরতার আভাস মিলেছে। সম্প্রতি আবারও খবরের শিরোনামে রেখা।
এবার অভিনেত্রীর আত্মজীবনী নিয়ে শোরগোল। ইয়াসির উসমানের লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটিতে রেখার ব্যক্তিগতজীবনের এমন কিছু রহস্যময় তথ্য রয়েছে, যা প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে। অভিনেত্রীর বেডরুম সিক্রেট সম্পর্কিত তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। লেখকের দাবি, ব্যক্তিগত মহিলা সহকারি ফরজানার সঙ্গে একত্রবাস করেন রেখা। এমনকী নায়িকার শয়নকক্ষে একমাত্র তাঁরই অবাধ যাতায়াত। বাড়ির পরিচারকদেরও রেখার বেডরুমে পা রাখার অনুমতি নেই।
বইয়ে ইয়াসির এও উল্লেখ করেন যে, “রেখার জন্য উপযুক্ত সঙ্গী একমাত্র ফরজানাই। ওই একমাত্র রেখার জীবনে চিরস্থায়ী। বন্ধু, পরামর্শদাতা, ছায়াসঙ্গী সব। রেখা ফরজানাকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারেন না। এমনকী, রেখার একমাত্র বিশ্বাসী সহকারী ফরজানা। অনেকেই দাবি করেন, তিনি রেখার প্রেমিকাও। তাঁরই একমাত্র রেখার শয়নকক্ষে প্রবেশের ছাড়পত্র রয়েছে। রেখার বাড়ির খুঁটিনাটি থেকে জীবনের রাশ পুরোপুরি ফরজানার হাতেই। নায়িকাল জীবনের প্রতিটা মুহূর্তর ওপর নিয়ন্ত্রণে রাখেন। সমস্ত ফোনকল ধরেন ফরজানাই। এমনকী রেখা যেভাবে সাজগোজ করেন, সেটাও তাঁর এই সহকারীর জন্যই সম্ভব হয়।” যদিও রেখা একাধিকবার ফারজানাকে তাঁর বোন বলেই উল্লেখ করে এসেছেন। বইতে আরেকটি বিস্ফোরক দাবি করা হয়েছে।
‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে লেখকের দাবি, রেখার স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার নেপথ্যেও নাকি ফরজানার হাত রয়েছে। দিল্লির এক ব্যবসায়ী ছিলেন মুকেশ। ১৯৯০ সালে যখন রেখা লন্ডনে ছিলেন তখন আত্মহননের পথ বেছে নেন তিনি। একটা সুইসাইড নোটও অবশ্য পাওয়া গিয়েছিল। সেখানে স্পষ্ট লেখা ছিল- তাঁর এই পরিণতির জন্য কেউ এমনকী রেখাও দায়ী নন। আর স্বামী মুকেশের মৃত্যুর পরই রেখাকে নিয়ে তুমুল চর্চা হয়। এমনকী খুনি, ডাইনি… বলে তকমা সাঁটা হয়। সেইসময়ে সুভাষ ঘাইয়ের মতো জনপ্রিয় পরিচালক থেকে অনুপম খের কীভাবে বলিউডের একাংশ রেখার বিরুদ্ধে চলে গিয়েছিলেন, সেই পর্বের কথাও উল্লেখ রয়েছে রেখার আত্মজীবনীতে। যা এখন চর্চার শিরোনামে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.