সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বাংলাদেশে (Bangladesh) যখন ভারতবিদ্বেষের আবহ। তেরঙ্গার অপমান। তখন দ্বেষ-দূরত্ব, সীমান্তের কাঁটাতার পেরিয়ে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে একফ্রেমে ধরা দিলেন মেহেজবিন চৌধুরী ( Mehazabien Chowdhury)। একবাক্যে স্বীকার করে নিলেন তিনি রণবীরের বড় ভক্ত। অতঃপর সেই ‘ফ্যান গার্ল’ মোমেন্টও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না বাংলাদেশি নায়িকা।
কোথায় ঘটল এই বিরল সাক্ষাৎ? সৌদি আরবের জেড্ডায়। চতুর্থ রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (Red Sea Film Festival) বিশেষ অতিথি রণবীর কাপুর। সেখানেই বলিউড সুপারস্টারকে সামনে পেয়ে সেলফি তুললেন মেহেজবিন চৌধুরী। নিজের ছবি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের অভিনেত্রীও। রণবীর-মেহেজবিনের সেই সেলফি নেটপাড়ায় আপাতত চর্চার শিরোনামে। বলিউড তারকার সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেজবিনের মন্তব্য, “রণবীর কাপুরের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাওয়া আমার কাছে সৌভাগ্যের। আমি নিজের পরিচয় দিই ওঁকে। কী কী ছবি করেছি এবং আমার কাজ সম্পর্কিত বিষয়ে রণবীরের সঙ্গে কথা হল। তার পর সেলফি তোলার আগে একে-অপরের সঙ্গে কুশল মঙ্গল বিনিময় করি।”
বাংলাদেশি অভিনেত্রীর সংযোজন, “আসলে আমি রণবীর কাপুরের খুব বড় ভক্ত। এত ভার্সেটাইল অভিনেতা উনি। আমি সত্যিই বরাবর ওঁর একজন গুনমুগ্ধ। তারকাদের সঙ্গে নিজে যেচে কথা বলা আমার পক্ষে কঠিন! আমি পারি না। তবে রণবীরের সঙ্গে এই মুহূর্তটা সত্যিই আমার কাছে স্পেশাল হয়ে রইল।” ‘ফ্যান গার্ল’ মুহূর্ত ক্যামেরাবন্দি করে খুব খুশি মেহেজবিন চৌধুরী। চলতি বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিজের ছবি ‘সাবা’ নিয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমা চলচ্চিত্র উৎসবের ১৬টি আন্তর্জাতিক সিনেমার সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে রয়েছে। এর আগে মেহেজবিনের ‘সাবা’ টরোন্টো, বুসান ফিল্ম ফেস্টিভ্যালেও বহুল প্রসংশিত হয়েছে। সেখানেই রণবীর কাপুরের পাশাপাশি উইল স্মিথ, এমিলি ব্লান্টের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশি নায়িকা মেহেজবিন চৌধুরী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.