সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দরী নায়িকাকে বিয়ে করে সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়েছিলেন। কিন্তু এবার অন্য কারণে সংবাদের শিরোনামে তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর (Ravindar Chandrasekaran)। প্রায় ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
তামিল চলচ্চিত্র জগতে রবিন্দরের বেশ নামডাক রয়েছে। তাঁর লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। চলতি বছরেই তিনি তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। তা নিয়ে বেশ চর্চা হয়েছিল। কারণ দু’জনের শারীরিক গঠনে বিপুল পার্থক্য। ‘মোটা বরের সুন্দরী বউ’, ‘টাকার জন্য অভিনেত্রী বিয়ে করেছেন’, এমন কটাক্ষ করা হয়েছে প্রযোজক-অভিনেত্রীর বিয়ের ছবিতে। তবে এবার অভিযোগ মারাত্মক।
শোনা যায়, চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে রবিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ সালে পুরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের বরাত নিয়েছিল রবিন্দরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাঁদের থেকে ১৫ কোটি ৮৩ লক্ষ ২০ হাজার টাকা নেওয়া হয়েছিল।
অভিযোগ, এই টাকা নেওয়ার পর রবিন্দরের সংস্থা কাজ শুরু করেনি। আবার টাকা ফিরিয়েও দেয়নি। তাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। আর তামিল সিনেমার প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছে। তামিল শিল্প জগতেও রবিন্দর বেশ পরিচিত নাম। আচমকা তাঁর এই গ্রেপ্তারি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শোনা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় রবিন্দর ভুয়া নথি দেখিয়েছিলেন। তাতেই সমস্যা আরও জটিল হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.