Advertisement
Advertisement

Breaking News

Ravi Kishan

‘২০ কোটি না দিলে ধর্ষণের মামলা’, রবি কিষেণকে হুমকি মহিলার, থানায় FIR স্ত্রী’র

ভোটের মুখে স্বামীর বদনাম শুনে স্ত্রী প্রীতি ছুটলেন থানায়।

Ravi Kishan's Wife Preeti Shukla Files FIR Against Woman Claiming To Be His Second Wife
Published by: Sandipta Bhanja
  • Posted:April 18, 2024 12:48 pm
  • Updated:April 18, 2024 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমার সন্তানের বাবা রবি কিষেণ (Ravi Kishan)”, ভোটের মুখে পদ্মপ্রার্থী তথা ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বিনোদুনিয়া থেকে রাজনৈতিক মহলের অন্দরে শোরগোল ফেলে দিয়েছেন লখনউয়ের এক মহিলা। অপর্ণা ঠাকুর নামে ওই মহিলা সাংবাদিক বৈঠক ডেকে নিজেকে রবির দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করে ন্যায়বিচার চান। আর স্বামীর নামে এহেন বদনাম শুনেই হজরতগঞ্জ থানায় ছুটলেন রবি কিষেণ পত্নী প্রীতি শুক্লা (Preeti Shukla)।

সাংবাদিক বৈঠকে অপর্ণা নামে ওই মহিলার দাবি করেন, রবি কিষেণ নিজের মেয়ের দায়িত্ব ঝেড়ে ফেলেছেন। আঠাশ বছর আগে মুম্বইয়ের মালাডে নাকি তাঁদের বিয়ে হয়েছিল। তার পর কন্যা সন্তানের জন্ম হয়। মহিলা জানান, তিনি কোনওদিন রবি কিষেণের ক্ষতি চাননি তাই পুলিশের কাছে যাননি। কিন্তু রবি মেয়ের পরিচয় দিতে রাজি নন। তাই মেয়ের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে পারেন বলেই জানান তিনি। পাশে বসে থাকা এক তরুণী, সেও মায়ের কথায় সায় দেয়। অপর্ণার দাবি, তাঁর মেয়েকে যেন ভোজপুরী সুপারস্টার দত্তক নেন এবং সে যেন সমস্ত অধিকার পায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও বিচারের আর্জি জানিয়েছেন তিনি।

Advertisement

Reports of Lucknow woman who claims Ravi Kishan is my daughter's father

[আরও পড়ুন: বলিউডের ‘বস লেডি’! বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আলিয়া ভাট, স্বামী রণবীরকেও টেক্কা!]

এরপরই মুখ খোলেন রবিপত্নী প্রীতি শুক্লা। তিনি পালটা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন ওই মহিলার বিরুদ্ধে। পালটা প্রীতি শুক্লার দাবি, অপর্ণা রবি কিষেণকে ভুয়ো ধর্ষণের মামলায় ফাঁসাতে চেয়েছিলেন এবং গোটা পরিবারকে খুন করে ফেলবেন। এও নাকি হুমকি দিয়েছেন যে, তাঁর অন্ধকার জগতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, ২০ কোটি টাকাও চেয়ে বসেছিল। তার দাবিদাওয়া পূরণ না হওয়াতেই এখন ভুয়ো অভিযোগ তুলছেন সাংবাদিকদের ডেকে।

ভোজপুরী সুপারস্টার রবি কিষেণ। বলিউডেও তাঁর বেশ কদর রয়েছে। রিয়ালিটি শো ‘বিগ বস’-এর প্রতিযোগী হওয়ার পাশাপাশি একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। সলমন খান, অক্ষয় কুমার, জন আব্রাহামদের সঙ্গে শেয়ার করেছেন স্ক্রিন। উত্তরপ্রদেশের গোরখপুর কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন রবি। সেখানে জিতেই সাংসদ (BJP MP) হয়েছেন। ১৯৯৩ সালে প্রীতি শুক্লাকে বিয়ে করেন রবি। চার সন্তানও রয়েছে তাঁদের। তিন মেয়ে ও এক ছেলে।

[আরও পড়ুন: সকালে জয় শ্রীরাম ধ্বনি, বিকেলে মুসলিম ভাইয়ের হাতে জল, দেব বোঝালেন ‘এটাই সম্প্রীতির ঘাটাল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement