সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা সন্তানদের সিনেমায় আসা নতুন নয়। এই তালিকায় অনেকেই নাম লিখিয়েছেন। তবে এমনও কয়েকজন আছেন যাঁদের গ্ল্যামার জগতের প্রতি বিন্দুমাত্র টান নেই। অন্য কেরিয়ারেই মন দিয়েছেন। তেমনই একজন ইশিতা শুক্লা। ভোজপুরি সুপারস্টার তথা বিজেপি সাংসদ রবি কিষেণের (Ravi Kishan) একুশ বছরের মেয়ে। সেনায় যোগ দিয়েছেন ইশিতা। তাতেই গর্বিত রবি কিষেণ।
চার সন্তান রবি কিষেণের। ইশিতা ছাড়াও রয়েছেন রিভা, তনিষ্ক ও সক্ষম। রিভা অভিনয় করতে চান। বিদেশ থেকে অভিনয় ও সিনেমা তৈরির প্রযুক্তি শিখেছেন। গত এক বছর ধরে নাসিরউদ্দিন শাহর থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত। তবে ইশিতা দেশ সেবার পথ বেছে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিবীর’ স্কিমেই সেনাবাহিনিতে যোগ দিয়েছেন ২১ বছরের তারকা সন্তান।
সেনাবাহিনীর (Indian Army) লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে কেন্দ্রের এই অগ্নিপথ প্রকল্প। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ হয়। যাদের পোশাকি নাম ‘অগ্নিবীর’। কিন্তু কেন্দ্রের ঘোষিত এই অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্প দেশজুড়ে সেনায় চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এভাবে অস্থায়ী পদে নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীরা অসন্তুষ্ট। দেশের বিভিন্ন বিক্ষোভও হয়।
সে যাই হোক, রবি কিষেণের মেয়ের এই সিদ্ধান্তে বেশ খুশি নেটিজেনরা। অনেকেই ইশিতাকে শুভেচ্ছা জানিয়েছেন। “এক সময় বলা হত রাজনীতিবিদদের ছেলে কিংবা মেয়েরা সেনায় কেন যোগ দেন না? তাঁরা তো সবসময় দেশভক্তি, ভোট নিয়ে প্রচুর কথা বলেন। আজ আমরা গর্বের সঙ্গে রবি কিষেণের উদাহরণ দিতে পারি। ইশিতা সেনাকে বেছে নিয়েছেন”, এমন মন্তব্য করা হয়েছে। আর তা শেয়ার করেছেন গর্বিত বাবা রবি কিষেণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.