Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif Raveena Tandon

সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিও তুলে ভাইরাল! দুই তরুণকে ‘সবক’ ক্ষুব্ধ রবিনা ট্যান্ডনের

কুম্ভ থেকে ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, 'অসহ্য' তেড়েফুড়ে উঠলেন রবিনা।

Raveena Tandon Slams Men Filming Katrina Kaif At Mahakumbh
Published by: Sandipta Bhanja
  • Posted:March 2, 2025 2:55 pm
  • Updated:March 2, 2025 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও তুলে নেটদুনিয়ায় বিকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল আগেই। শোনা গিয়েছিল, সঙ্গমে মহিলাদের সিক্ত শরীরের ছবি-ভিডিও নাকি দেদার বিকোচ্ছে অনলাইনে! আমজনতা তো কোন ছাড়, খোদ ক্যাটরিনা কাইফও (Katrina Kaif) এমন অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার। সম্প্রতি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে গিয়ে বলিউড নায়িকাকে ঘিরে ধরে স্বল্পবাস পুরুষরা। যে ভিডিও দেখে আঁতকে উঠেছিল নেটপাড়ার একাংশ। এবার দুই তরুণের বিরুদ্ধে ক্যাটরিনার স্নানের ভিডিও নেটপাড়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল। যা দেখে চুপ করে থাকতে পারলেন না রবিনা ট্যান্ডনও। গর্জে উঠলেন। (Raveena Tandon)।

Katrina Kaif Gets Mobbed While Taking Holy Dip Maha Kumbh Sangam, watch

Advertisement

সদ্য শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। দুপুরে পরমার্থ নিকেতনে আধ্যাত্মিক আলোচনার পর সন্ধেয় আশ্রমের সদস্যদের সঙ্গে গঙ্গারতি করেন। শাশুড়ির সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে পুণ্যস্নানও সারেন ভিকিপত্নী। আর সেখানেই ঘটে বিপত্তি! মহাকুম্ভে (Maha Kumbh 2025) বলিউডের সুপারস্টার নায়িকার অমৃতস্নান দেখতে উপচে পড়ে ভিড়। স্বল্পবাস পুরুষরা এমনভাবে ছেঁকে ধরেছিলেন যে, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। সেই ভিড়ের মধ্যেই দুই তরুণ অভিনেত্রীর স্নানের ভিডিও তুলে ভাইরাল করে দেন। যে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্যাটরিনাকে ঘিরে স্বল্পবাস ওই দুই তরুণের সে কী উল্লাস! উন্মুক্ত শরীরে নিজেদের ফ্রেমবন্দি করার পাশাপাশি ক্যাটরিনার আস্থার ডুব দেওয়ার মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন তাঁরা। সেই ভিডিওতেই তাঁদের বলতে শোনা যায়, “এই যে আমি আর আমার ভাই, আর ওই দেখুন ক্যাটরিনা কাইফ।” সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই তেড়েফুড়ে উঠেছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকে কুরুচিকর এহেন আচরণের জন্য ওই দুই তরুণকে কটাক্ষ করেছেন। সেই ভিডিও নজর এড়ায়নি রবিনা ট্যান্ডনেরও। অতঃপর সিনে ইন্ডাস্ট্রিতে তাঁর ‘অনুজ’ অভিনেত্রীর হয়ে সুরও চড়াতেও ছাড়লেন না। ওই দুই তরুণকে কটাক্ষ করে রবিনার মন্তব্য, “কী অসহ্য! এই ধরণের মানুষরা প্রতি জায়গায় গিয়ে পরিবেশ নষ্ট করে। শান্তির বিঘ্ন ঘটায়।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mamaraazzi (@mamaraazzi)

পুরুষদের পাশাপাশি মহাকুম্ভে আস্থার ডুব দিয়েছিলেন কোটি কোটি মহিলা ভক্তরা। কিন্তু অভিযোগ ওঠে, মহিলাদের সেই স্নানের ভিডিওই অনলাইনে দেদার বিক্রি হচ্ছে। আর এমন খবর প্রকাশ্যে আসতেই কড়া ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। সেই বিপাকে পড়েছেন ক্যাটরিনা কাইফও। দিন কয়েক আগেই মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা কাইফ সদ্য আস্থার ডুব দেওয়ার জন্য জলে নেমেছেন। জনা কয়েক স্বল্পবাস পুরুষ ভক্ত এসে হাঁটুজলেই ঘিরে ধরে নায়িকাকে। তৎক্ষণাৎ ফটোশিকারিদেরও ভিড় জমে যায় সেখানে। এদিকে ভেজা শরীরে ক্যাটরিনার গা ঢাকতে তখন তোয়ালে এগিয়ে দিলেন কয়েক জন পুরুষ। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিত হয়ে যান অভিনেত্রী নিজেও। জানা গিয়েছে, মহাকুম্ভের ভিআইপি জোনে থাকা সত্ত্বেও স্নান করতে গিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ বলিউড অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁদের প্রশ্ন, ‘ভিআইপি জোনেও এমন অসভ্যতা, তাহলে আম মহিলাদের কী হবে?’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub