Advertisement
Advertisement

Breaking News

Raveena Tandon

রবিনার গাড়ি কি সত্যিই পথচারীদের ধাক্কা দিয়েছিল? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

সোশাল মিডিয়ার হাত ধরে রবিনা প্রকাশ্যে জানালেন, ঠিক কী ঘটেছিল সেই রাতে।

Raveena Tandon breaks her silence after Bandra road rage incident
Published by: Akash Misra
  • Posted:June 7, 2024 7:09 pm
  • Updated:June 7, 2024 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণে পোরসে কাণ্ড নিয়ে তোলপাড়া গোটা দেশ। তার মাঝেই বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠল রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এবং তাঁর ড্রাইভারের বিরুদ্ধে। শনিবার রাত-বিরেতে বান্দ্রার রাস্তায় ধুন্ধুমার কাণ্ড। অভিনেত্রীর গাড়ি থামিয়ে চড়াও হন তিন মহিলা। দাবি, রবিনার গাড়ি নাকি তাঁদের ধাক্কা মেরেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অভিনেত্রীকে মারতে পর্যন্ত উদ্যত হন ওই মহিলারা। এই ঘটনার পর থেকেই সোশাল মিডিয়ায় রবিনাকে নিয়ে নানা কটাক্ষ নেটিজেনদের একাংশের। তাঁদের দাবি স্টার তকমা নিয়ে সাধারণের সঙ্গে এমন ব্যবহার তাঁর। এমনকী, কেউ কেউ সলমনের গাড়ি কাণ্ডের সঙ্গেও তুলনা টেনেছেন। তবে এবার নানা জল্পনাতে ইতি টানতে নিজেই এলেন সামনে। সোশাল মিডিয়ার হাত ধরে প্রকাশ্যে জানালেন, ঠিক কী ঘটেছিল সেই রাতে।

সোশাল মিডিয়ায় অভিনেত্রী জানালেন, ”ভালবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানাই। তবে শেষ পর্যন্ত এই গল্পের মূল কথা কী দাঁড়াল জানেন? ড্যাশক্যাম ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন।”

Advertisement

[আরও পড়ুন: প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি কতটা সুযোগ্য? পড়ুন ‘অযোগ্য’র রিভিউ ]

ঠিক কী ঘটেছিল?

মহিলাদের অভিযোগ, রবিনা টন্ডনের গাড়ির ধাক্কায় নাকি তাঁদের মধ্যে এক মহিলার রক্তপাত হয়েছে। তার জেরেই বচসা বাঁধে দু’পক্ষর। এদিন রাতে ঝামেলা শুরু হওয়ার পরই রবিনা ট্যান্ডন গাড়ি থেকে বেরিয়ে আসেন। এদিকে অভিনেত্রীকে দেখেও ওই মহিলারা প্রায় রুদ্রমূর্তি ধারণ করেন। তখনই বাক-বিতণ্ডা শুরু হয়। রবিনার দিকে তেড়ে যান তাঁরা। ভয় পেয়ে তিনি খানিক পিছিয়েও যান। কাতরভাবে আর্জিও জানাতে থাকেন, “ধাক্কা দেবেন না দয়া করে, আমাকে মারবেন না।” সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত সোশাল মিডিয়ায় দেদার গতিতে ভাইরাল। রবিনার পরনে সাদামাটা পোশাক। মেকআপের লেশমাত্র নেই! সেখানেই জনৈক মহিলাকে অভিনেত্রীর উদ্দেশে বলতে শোনা যায়, “দেখুন আমার নাক থেকে রক্ত বেরচ্ছে। আজকের রাতটা জেলেই কাটাতে হবে আপনাকে।”

চড়াও হওয়া ওই মহিলাদের অভিযোগ, অভিনেত্রী সেই সময়ে মদ্যপ ছিলেন। অনতিদূরেই খার থানা। বচসার পর রবিনা ট্যান্ডন এবং তাঁর চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনার জেরে থানায় ছুটে যান রবিনার স্বামী তথা জনপ্রিয় ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাড়ানিকেও। শনিবার রাতে রিজভি কলেজের সামনে মুম্বইয়ের কার্টার রোডে এই ঘটনা ঘটেছে। রবিনা ট্যান্ডনের তরফে যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনওরকম বিবৃতি প্রকাশ করা হয়নি।

[আরও পড়ুন: ভালোবাসা তো অপরাধ নয়…’, প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘অযোগ্য’ রসায়ন প্রসঙ্গে কৌশিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement