Advertisement
Advertisement

Breaking News

Rashmika Mandana

রণবীরকে চুমু রশ্মিকার, প্রেমিকাকে হাতে রাখতে ঝটপট বিয়ের সিদ্ধান্ত বিজয় দেবেরাকোন্ডার!

ভাইরাল হয়েছে রশ্মিকার সোশাল মিডিয়া পোস্টও।

Rashmika Mandanna's social media post triggers rumours about relationship with Vijay Deverakonda| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 20, 2023 11:10 am
  • Updated:October 20, 2023 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিমেল’ ছবিতে বেশ অন্তরঙ্গ রশ্মিকা মান্দানা ও রণবীর কাপুর। তাঁদের মধ্য়ে প্রচুর চুম্বনদৃশ্য রয়েছে। আর তা চোখে পড়েছে গুঞ্জনে থাকা রশ্মিকার প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও। আর সেখানেই বিপত্তি।

সূত্র বলছে, অ্যানিমেল ছবিতে রশ্মিকা ও রণবীরের চুমু দেখে রীতিমতো দুশ্চিন্তায় নাকি বিজয়। শোনা যাচ্ছে, দ্রুত নাকি রশ্মিকাকে বিয়ে করতে চান তিনি। আর সেই কারণেই নাকি ফের রশ্মিকার মা-বাবার সঙ্গে দেখা করেছেন অভিনেতা।

Advertisement

এর আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনে।

[আরও পড়ুন: মহাপঞ্চমীতে দেব-প্রসেনজিৎ, আবির-কোয়েলের মহালড়াই! অগ্রিম বুকিংয়ে কার স্কোর কত?]

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

[আরও পড়ুন: ‘আমরাই শুরু করেছিলাম’, নস্ট্যালজিক ‘লক্ষ্মী কাকিমা’, দেখুন অপরাজিতা আঢ্যর পাড়ার পুজো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement