Advertisement
Advertisement

Breaking News

Rashmika Mandanna

মৃত্যুর মুখ থেকে ফিরলেন রশ্মিকা! কী হল ‘অ্যানিম্যাল’ নায়িকার?

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন খবর।

Rashmika Mandanna's recent post about her in-flight experience has left fans worried | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 18, 2024 12:04 pm
  • Updated:February 18, 2024 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর মুখ থেকে ফিরলেন ‘অ্যানিম্যাল’ নায়িকা রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)! মাঝ আকাশেই হয়েছিল বিপত্তি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই চাঞ্চল্যকর খবর। তাও আবার হাসিমুখে ছবি পোস্ট করে।

Rashmika-1

Advertisement

ব্যাপার কী? খোলসা করেই বলা যাক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রশ্মিকা। একটিতে তাঁর সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা। এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। যেন সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। এমন ছবিতেই রশ্মিকা লিখেছেন, “আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম…”।

 

Rashmika Mandanna insta Story
ছবি: ইনস্টাগ্রাম

[আরও পড়ুন: রচনার ‘দিদি নম্বর ১’-এ বাংলার দিদি মমতা! প্রথমবার রিয়ালিটি শোয়ে মুখ্যমন্ত্রী? ]

কী এমন হয়েছিল? জানা গিয়েছে, মুম্বই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রশ্মিকারা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবে মাত্র তাঁদের বিমান ছেড়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পরে আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধহয় হাসি ছড়িয়ে যায় রশ্মিকা-শ্রদ্ধার মুখে।

Rashmika

যে সংস্থার বিমানে রশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন সেই সংস্থার মুখপাত্র জানান, বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই সময় যাত্রীদের জন্য অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়। তাঁদের রিফ্রেশমেন্টও দেওয়া হয়। আর সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

[আরও পড়ুন: ১৮-২৪ ফেব্রুয়ারির Horoscope: কোন রাশির ধনস্থান শুভ? কারা থাকবেন সাবধান? জেনে নিন রাশিফল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement