সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বিজ দেবারাকোন্ডার সঙ্গে বিয়ের শপিং সারছেন রশ্মিকা মান্দানা। আর আরেকদিকে মনের খাতায় রোজ লিখছেন সলমনের নাম! প্রেমের দুই নৌকায় পা দিয়ে রশ্মিকার এখন নাজেহাল অবস্থা। তাতে কী, সামলাতে তো সলমন আছেন!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সলমনের নতুন ছবি ‘সিকন্দর’-এ দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। ইতিমধ্যেই শুরু হয়েছে, এই ছবির শুটিং। সম্প্রতি সলমনকে নিয়ে বলতে গিয়ে, রশ্মিকা জানান, ”সলমনের সঙ্গে কাজ করাটা স্বপ্ন ছিল আমার। খুব মাটির মানুষ উনি। শুটিংয়ের সময় আমার শরীর খারাপ হয়েছিল। সলমন বার বার আমার খোঁজ নিতেন। স্বাস্থ্যকর খাবার পাঠাতেন। গরম জল পাঠাতেন। খুব খেয়াল রেখেছিল আমার। সত্য়িই মন জিতে নিয়েছেন সলমন।”
View this post on Instagram
রশ্মিকা মান্দানা। এই দক্ষিণী তারকা ন্যাশনাল ক্রাশ! ‘পুষ্পা’ ছবির ‘স্বামী স্বামী’ গানে রশ্মিকার নাচ দেখে তো মুগ্ধ ছিল আট থেকে আশি। শুধু ‘পুষ্পা’ ছবিই নয়, এই ছবির মধ্যে দিয়ে গোটা দেশেই রশ্মিকার ম্যাজিক ছড়িয়ে পড়ে। রশ্মিকার ‘শ্রীবল্লি’ চরিত্র তো দারুণ হিট। পুষ্পা ২-এও নজর কেড়েছেন তিনি। আরব আমির শাহিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করছেন রশ্মিকা মান্দানা। বিজয় ও রশ্মিকার বিয়ের গুঞ্জনও তুঙ্গে। এমনকী, সম্প্রতি ভাইরাল হয়েছে রশ্মিকা ও বিজয়ের শপিংয়ের ভিডিও। তারই মাঝে সলমনের প্রেমে মজলেন রশ্মিকা!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.