Advertisement
Advertisement

Breaking News

Animal Song Satranga

ভাঙা মনে রণবীর-রশ্মিকার নিবিড় চুম্বন, ‘সতরঙ্গা’র সুরে ফের মন কাড়লেন অরিজিৎ

'অ্যানিম্যাল' সিনেমার এই নতুন গান দেখেছেন?

Rashmika Mandanna and Ranbir Kapoor in Animal Song Satranga | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 27, 2023 4:44 pm
  • Updated:October 27, 2023 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সবচেয়ে বেশি প্রত্যাশা সেখানেই সবচেয়ে বেশি ব্যথা। ভাঙা মনের যন্ত্রণা। তাতেই নিবিড় চুম্বন। ‘অ্যানিম্যাল’-এর দ্বিতীয় গানে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও রশ্মিকা মন্দানার অনস্ক্রিন রসায়ন এভাবেই ক্যামেরার সামনে ধরা পড়ল। আর নিজের কণ্ঠের জাদুতে ফের একবার মুগ্ধ করলেন অরিজিৎ সিং (Arijit Singh)।

Animal-Song-1

Advertisement

গত ১১ অক্টোবর প্রকাশ্যে আসে ‘অ্যানিম্যাল’-এর (Animal) প্রথম গান ‘হুয়া ম্যায়’। তাতে বন্য প্রেমের আনন্দে বিভোর ছিল রণবীর-রশ্মিকার চরিত্র। তেমনই সুর রচনা করেছিলেন প্রীতম। তাঁর সঙ্গে গানটি গেয়েছিলেন রাঘব চৈতন্য। এবারের গানে বিরহের সুর। আর তাতে শ্রেয়াস পুরাণিকের সুরে গান গেয়েছেন অরিজিৎ।

[আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসবের প্যানোরমায় তিন বাংলা সিনেমা, উচ্ছ্বসিত পরিচালকরা]

‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর (Ranbir Kapoor)। তাঁর সঙ্গেই দেখা যাবে রশ্মিকাকে। ছবির প্রথম ঝলকেই সাড়া ফেলে দিয়েছিলেন রণবীর। চোখেমুখে হিংস্রতার ছাপ নিয়ে একের পর এক হত্যা করতে দেখা গিয়েছে তাঁকে।

ছবিতে রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। ববি দেওলকে দেখা গিয়েছে খল চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, শক্তি কাপুর, সুরেশ ওবেরয় সৌরভ সচদেব। প্রথমে ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। পরে ডাবিংয়ের জন্য মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। আগামী পয়লা ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’।

[আরও পড়ুন: একের পর এক ছবি ফ্লপ, রাস্তায় বসে ভিক্ষা করছেন জনপ্রিয় অভিনেত্রী, ছবি ভাইরাল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement