সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই রটেছিল, ৮০ লক্ষ টাকা খোয়া গিয়েছে রশ্মিকা মন্দানার! কাছের মানুষই নাকি এহেন ধোঁকা দিয়েছেন অভিনেত্রীকে। কানাঘুষো শোনা যাচ্ছিল, দীর্ঘ সময় ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির যে ম্যানেজারের সঙ্গে কাজ করছিলেন রশ্মিকা। তাঁর কাছেই নাকি অভিনেত্রী প্রতারণার শিকার হয়েছেন! এবার বিতর্ক বাড়তেই মুখ খুললেন রশ্মিকা মন্দানা।
৮০ লক্ষ টাকা জালিয়াতির গুঞ্জনের আবহের মাঝেই ম্যানেজারকে নিয়ে অভিনেত্রীর ঘোষণা, “আমরা বন্ধুত্বপূর্ণভাবেই পথ আলাদা করে নিলাম।” প্রসঙ্গত, প্রতারণার শিকার হওয়ার পর থেকেই নাকি দীর্ঘদিনের ম্যানেজার বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার সেই জল্পনা তুঙ্গে উঠতেই অযথা জলঘোলা না করে ম্যানেজারকে বিদায় দিলেন রশ্মিকা মন্দানা।
একটি বিবৃতি জারি করে রশ্মিকা জানিয়েছেন, “আমাদের মধ্যে কোনও নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি। বন্ধুত্বপূর্ণভাবেই পথ আলাদা করে নিলাম। যা রটেছে তার সবটাই গুজব। সেই কারণে আমাদের পথ আলাদা হয়নি। আমরা দুজনেই পেশাদার মানুষ। নিজেদের মতো করে স্বাধীনভাবে কাজ করতে চাই।”
প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রি কাঁপানোর পর এবার রশ্মিকা বলিউডেও ছবি করছেন। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করেছেন। ইতিমধ্যেই ছবির প্রি-টিজার প্রকাশ্যে এসেছে। তাতে রশ্মিকার দেখা না মিললেও ভরপুর অ্যাকশনের আভাস পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে ‘অ্যানিম্যাল’-এর গল্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.