Advertisement
Advertisement

Breaking News

Rashmika Mandada

ভিয়েতনাম ট্রিপে রশ্মিকা-বিজয়, ঠিক হয়ে গেল বিয়ের দিনক্ষণ?

রশ্মিকা ও বিজয়ের গোপন ট্রিপের ছবি ফাঁস!

Rashmika Mandada and vijay devarakonda Photos from vietnam goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 15, 2024 5:19 pm
  • Updated:January 15, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসেই নাকি বাগদান। অন্তত, সিনেমাপাড়ায় এমনই রটেছে। ঠিক এই জল্পনার মাঝেই ভিয়েতনামে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা! হ্যাঁ, রশ্মিকা ও বিজয়ের ইনস্টাগ্রামে উঁকি মারুন, দেখবেন ভিয়েতনাম ট্রিপের একাধিক ছবি শেয়ার করেছেন দুজনে। তবে দুজনেই ছবি আপলোড করার সময়ই গোপন করেছেন দুজনকে।

গত বছর থেকেই খবরে রয়েছেন রশ্মিকা ও বিজয়। শোনা গিয়েছে, চলতি বছরেই নাকি বিয়ে করবেন তাঁরা। এমনকী, খবর রটেছে ফেব্রুয়ারি মাসেই বাগদান। তবে দুজন এখনও পর্যন্ত এই সম্পর্ককে প্রকাশ্যে আনেননি। তারই মাঝে ভিয়েতনাম ট্রিপের এই ছবি গুঞ্জনকে যেন আরও বাড়িয়ে দিল।

Advertisement

[আরও পড়ুন: ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’! ‘ফাইটার’-এর ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন আর দেশপ্রেমের বার্তা]

এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় জমি কিনে ফেললেন অমিতাভ! দাম কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement